Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভাত খেল রূপসা, খুশির স্বাদ হোমে

মাস তিনেক আগে জলপাইগুড়ির কোরক হোমে দুই আবাসিকের উপনয়নের হয়৷ দেড় বছর আগে নিজালয় হোমে এক আবাসিকের বিয়ের আসর বসেছিল৷

আদুরে: অন্নপ্রাশনের সাজে খুদে রূপসা। নিজস্ব চিত্র

আদুরে: অন্নপ্রাশনের সাজে খুদে রূপসা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ১০:১০
Share: Save:

হোম থেকে শিশু পাচারের ঘটনায় গত কয়েক মাসে বারবার করে খবরের কেন্দ্র বিন্দুতে উঠে এসেছে জলপাইগুড়ির নাম৷ কিন্তু এবার সেই জলপাইগুড়িরই একটি হোমে রীতিমত ঘটা করে অনুষ্ঠিত হল এক শিশুর অন্নপ্রাশন৷ অনুষ্ঠানকে ঘিরে বৃহস্পতিবার উৎসবে মাতলেন হোমের বাকি আবাসিক ও কর্মীরা৷

মাস তিনেক আগে জলপাইগুড়ির কোরক হোমে দুই আবাসিকের উপনয়নের হয়৷ দেড় বছর আগে নিজালয় হোমে এক আবাসিকের বিয়ের আসর বসেছিল৷ আর সেই নিজলয় হোমেই এ দিন সাড়ে পাঁচ মাসের শিশু রূপসার অন্নপ্রাশন অনুষ্ঠিত হল৷ নিজলয় হোমে কোনও শিশুর অন্নপ্রাশন এই প্রথম৷

নিজালয় হোমের দুটি বিভাগে সাধারণত ৬ থেকে ১৮বছর মেয়ে ও ১৮ থেকে ৩৬ বছরের মহিলারা থাকেন৷ ৬ বছরের নীচে কোনও শিশু এই হোমে থাকে না৷ হোম সূত্রের খবর, ২০১৬ সালের আগষ্ট মাসে বাংলাদেশ থেকে পাচার হয়ে এদেশে চলে আসা এক আবাসিক হোমটিতে আসেন৷ তিনি সেই সময় গর্ভবতী ছিলেন৷ ১ মার্চ জলপাইগুড়ি জেলা হাসপাতালে তিনি শিশুকন্যার জন্ম দেন৷ হোমের প্রজেক্ট ডিরেক্টর শিখা মিত্র জানান, প্রথম দিকে ওই শিশুকে হোমে আনার ক্ষেত্রে আমাদের আপত্তি ছিল৷ ফলে ছুটি হয়ে যাওয়ার পরও মা ও শিশুটিকে কিছুদিন হাসপাতালেই থাকতে হয়েছিল৷ প্রশাসনের নির্দেশে তাদের দুজনকেই হোমে নিয়ে আসা হয়৷ শিশুটির নাম রাখা হয় রূপসা৷

হোমের সুপার উমা ভট্টাচার্য বলেন, ‘‘কিছুদিন আগে চিকিৎসকরা রূপসাকে ভাত খাওয়ানোর কথা বলেন৷ তখনই আমরা অন্নপ্রাশনের পরিকল্পনা করি৷’’ এ দিনের অনুষ্ঠানে আপ্লুত শিশুকন্যার মা-ও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Home rice feeding ceremony
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE