Advertisement
২০ এপ্রিল ২০২৪

বাবাকে খুন মাদকাসক্তর

স্থানীয়দের অভিযোগ, তুষারবাবুর ছোট ছেলে তনয় ঘোষ ওরফে বিকি দিনভর নানা নেশায় আসক্ত থাকত৷ তুষারবাবুর ভাই পুলককুমার ঘোষের কথায়, কিছু দিন আগে তিনি বিকিকে একটি কাজ জোগাড় করে দেন৷ কিন্তু বিকি তা করেনি৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ০৭:১০
Share: Save:

নেশার দ্রব্য কেনার জন্য বাবার কাছ থেকে দেড় হাজার টাকা চেয়েছিল ছেলে৷ কিন্তু বাবা দিতে রাজি হননি৷ আর সে জন্য প্রৌঢ় বাবাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে৷

বাবার মৃত্যুর পরই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে ছেলে৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

মৃতের নাম তুষারকান্তি ঘোষ (৫৪)৷ বাড়ি ময়নাগুড়ি হাসপাতাল পাড়ায়৷ এলাকায় তিনি অলোক ঘোষ নামেই পরিচিত ছিলেন৷ কখনও বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী তো কখনও অন্য কোনও ছোটখাটো কাজ করতেন৷ তুষারবাবুর দুই ছেলে৷ বড় ছেলে কোচবিহারে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন৷ ছোট ছেলে বেকার৷ বাবাকে পিটিয়ে মারা ঘটনায় অভিযুক্তও সে-ই৷

স্থানীয়দের অভিযোগ, তুষারবাবুর ছোট ছেলে তনয় ঘোষ ওরফে বিকি দিনভর নানা নেশায় আসক্ত থাকত৷ তুষারবাবুর ভাই পুলককুমার ঘোষের কথায়, কিছু দিন আগে তিনি বিকিকে একটি কাজ জোগাড় করে দেন৷ কিন্তু বিকি তা করেনি৷

পুলকবাবুর অভিযোগ, নেশার টাকার জন্য মাঝে মধ্যেই নিজের বাবাকে মারধর করত বিকি৷ তাকে অনেক বুঝিয়েও কাজ হয়নি৷ শুক্রবার ফের নেশা করবে জন্য বাবার কাছ থেকে দেড় হাজার টাকা চায় সে৷ কিন্তু বাবা দিতে রাজি হয়নি৷ এরপর শনিবার বিকালের দিক থেকে ঘরের মধ্যে বাবাকে এলোপাথাড়ি মারতে শুরু করে বিকি৷ কখনও বিছানায় শুইয়ে, তো কখনও বিছানা থেকে পাকা মেঝেতে ফেলে মারে সে৷ এমনকী নিজের বাবার গোপন অঙ্গেও লাথি মারে বিকি৷ পুলকবাবুর আরও অভিযোগ, ‘‘মারতে মারতে যখন আমার দাদা অসুস্থ হয়ে পড়ছিলেন, তখন তাকে জল খাইয়ে একটু সুস্থ করে আবার মারছিল বিকি৷’’

তুষারবাবুর পরিবার সূত্রের খবর, ছেলের বেধড়ক মারে একটা সময় অসুস্থ হয়ে পড়েন তুষারবাবু৷ বেগতিক বুঝে তখন বিকিই তাকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসকরা তাকে জলপাইগুড়ি হাসপাতালে রেফার করে দেন৷ এরপর বাড়িতে গিয়ে পুলকবাবুর কাছ থেকে এক হাজার টাকা নেয় সে৷ কিন্তু হাসপাতালে পৌঁছে দেখতে পায় বাবা মারা গিয়েছে৷ এরপর সেখান থেকেই এক হাজার টাকা সহ পালিয়ে যায় বিকি৷

জানা গিয়েছে, বিকির মা, অর্থাৎ তুষারবাবুর স্ত্রী দিন দু’য়েক আগে শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছেন৷ তাদের বড় ছেলেও চিকিৎসার জন্য মুম্বইতে গিয়েছেন৷ ফলে বাড়িতে তুষারবাবু ও তার ছেলেই ছিল৷ তুষারবাবুর আত্মীয়দেরও অভিযোগ, মাঝে মধ্যেই বাবাকে মারধোর করতো বিকি৷ কিন্তু শনিবার ঘটনাটি যে এ পর্যায়ে যাবে তা কেউ ভাবতে পারেননি৷ স্থানীয় বাসিন্দারাও বিকির কড়া শাস্তি দাবি করেছেন৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তুষারবাবুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷ এক পুলিশ কর্তা বলেন, ঘটনার পরই পালিয়ে গিয়েছে পলাতক৷ তার খোঁজে তল্লাশি জারি রয়েছে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE