Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দুর্ঘটনায় জখম বিধায়ক

সরকারি অনুষ্ঠানে যোগ দিতে ইসলামপুর থেকে রায়গঞ্জে যাওয়ার পথে শুক্রবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ইসলামপুরের বিধায়ক এবং ইসলামপুরের পুরপ্রধান কানাইয়ালাল অগ্রবাল। আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রক্তাক্ত: দুর্ঘটনায় জখম বিধায়ক কানাইয়ালাল অগ্রবাল। নিজস্ব চিত্র

রক্তাক্ত: দুর্ঘটনায় জখম বিধায়ক কানাইয়ালাল অগ্রবাল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
করণদিঘি শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০২:৩৫
Share: Save:

সরকারি অনুষ্ঠানে যোগ দিতে ইসলামপুর থেকে রায়গঞ্জে যাওয়ার পথে শুক্রবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ইসলামপুরের বিধায়ক এবং ইসলামপুরের পুরপ্রধান কানাইয়ালাল অগ্রবাল। আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ দিন কানাইয়ালাল নিজের গাড়িতে রায়গঞ্জে একটি সরকারি অনুষ্ঠানে যাচ্ছিলেন। করণদিঘি থানার খোয়াশপুরের ঝোপড়টোল এলাকার রাজ্য সড়কে এসে পৌঁছন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিধায়কের গাড়ির সামনে একটি লরি যাচ্ছিল। লরিটা আচমকা ব্রেক দিলে বিধায়কের গাড়ি গিয়ে ধাক্কা মারে। গুরুতর আহত হন কানাইয়ালাল। গাড়ির চালকও গুরুতর জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

কানাইয়ালালের মাথায়, মুখে, কপালে ও কোমরে আঘাত লেগেছে। কপালে ও মুখে চারটি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। অস্ত্রোপচারের পর তাঁকে জেলা হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রাখা হয়েছে। এ দিন বিকালে তাঁর মাথার স্ক্যান হয়েছে।

লরি চালককে গ্রেফতার করা হয়েছে। লরিও আটক হয়েছে। ওই সড়কে ভারি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও লরি ঢুকল কী ভাবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ভারি যানবাহনের ক্ষেত্রে ইসলামপুরের ধনতোলা ৩১ নম্বর জাতীয় সড়ক এবং করণদিঘির বোতল বাড়ি ৩৪ নম্বর জাতীয় সড়কে ঢোকার মুখে পুলিশ নজরদারি থাকে। তা সত্ত্বেও অনেক লরি ওই সড়ক দখল করে রাখে। তাতে রাস্তায় যানজট তৈরি হয়। তেমনই মাঝে মাঝে ছোট বড় দুর্ঘটনাও লেগে থাকে। উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার শ্যাম সিংহ বলেন, ‘‘পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।’’

দুর্ঘটনার খবর পেয়ে এদিন কানাইয়াবাবুকে হাসপাতালে দেখতে যান রাজ্যের আদিবাসী কল্যাণ মন্ত্রী জেমস কুজুর, উত্তর দিনাজপুরের জেলাশাসক আয়েশা রানি, ইটাহার ও করণদিঘির দুই তৃণমূল বিধায়ক অমল আচার্য, মনোদেব সিংহ সহ প্রশাসনিক আধিকারিকেরা। হাসপাতাল সুপার গৌতম মণ্ডলের দাবি, ‘‘ওঁর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE