Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চা বলয়ে সংযোগ বাড়াতে ‘ধমক’ মমতার

তৃণমূলের উত্তরবঙ্গের এক নেতা জানান, বৈঠকে মুখ্যমন্ত্রী ধমকের সুরে বলেছেন, শুধু পাকা রাস্তা দিয়ে ঘুরলে কিংবা কলকাতায় যাতায়াত করলেই হবে না৷ চা বাগানেও সবাইকে যেতে হবে৷

পার্থ চক্রবর্তী
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৮ ০২:৩৬
Share: Save:

চা বলয়ে জনসংযোগ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কার্যত ধমক খেলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল নেতারা৷ সূত্রের খবর, বৃহস্পতিবার উত্তরকন্যায় ধমকের সুরে মুখ্যমন্ত্রী জেলার তৃণমূল নেতাদের বলেন, শুধু শহরের পাকা রাস্তা দিয়ে ঘুরে বেরালেই চলবে না৷ চা বলয়ে গিয়ে সেখানকার মানুষের সমস্যার সমাধান ও তারা সরকারি সমস্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না তা দেখতে হবে৷ তবে মুখ্যমন্ত্রী যে চা বলয়ে জনসংযোগ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন তা স্বীকার করলেও, ধমকের কথা মানতে চাননি জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷

বৃহস্পতিবার উত্তরকন্যায় চা বাগান নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকে রাজ্যের একাধিক মন্ত্রী ছাড়াও শাসকদলের বেশ কয়েকজন জনপ্রতিনিধিও ছিলেন৷ সূত্রের খবর, ওই বৈঠক থেকেই চা বলয়ে জনসংযোগ নিয়ে আলিপুরদুয়ারের নেতাদের কাছে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷

তৃণমূলের উত্তরবঙ্গের এক নেতা জানান, বৈঠকে মুখ্যমন্ত্রী ধমকের সুরে বলেছেন, শুধু পাকা রাস্তা দিয়ে ঘুরলে কিংবা কলকাতায় যাতায়াত করলেই হবে না৷ চা বাগানেও সবাইকে যেতে হবে৷ সেখানকার মানুষের সমস্যার সমাধান বা তাঁরা সরকারি সুযোগ-সুবিধা ঠিক মতো পাচ্ছেন কি না সেটাও নেতাদের বারবার করে গিয়ে দেখতে হবে৷ এ জন্য চা বলয়ের মানুষের সাথে নেতাদের কথা বলতে হবে বলেও জানান তিনি৷

তৃণমূল সূত্রের খবর, বাগানে কাজ করা শ্রমিক সংগঠনের নেতৃত্বকে নিয়েও বৈঠকেও দলের আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের কাছে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূলের আলিপুরদুয়ারের এক জেলা শীর্ষ নেতার কথায়, ‘‘রাজ্য সরকারের অনেক প্রকল্প রয়েছে৷ যার মাধ্যমে চা বলয় অধ্যুষিত এলাকার মানুষের উন্নয়ন সম্ভব৷ কিন্তু শ্রমিক নেতাদের একাংশ চা বলয়ের মানুষের কাছে তার প্রচার ঠিকমত করতে পারছেন না বলে মনে করেন মুখ্যমন্ত্রী৷’’ আর সেজন্যই চা বলয়ের মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সেখানে কাজ করা শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতেও দলের আলিপুরদুয়ারের জেলা নেতৃত্বকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে তৃণমূল সূত্রের খবর৷

যদিও তৃণমূলের আলিপুরদুয়ারের জেলা শীর্ষ নেতৃত্ব চা বাগান নিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের কথা মানতে চাননি৷ তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মা বলেন, ‘‘এমন কোনও ঘটনা ঘটেনি৷ তবে উনি আমাদের বলেছেন আরও বেশি করে চা বাগানে যেতে হবে৷ সেখান বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে৷ মানুষের অবস্থা বা তাদের সমস্যার কথা শুনতে হবে৷ এবং চা বলয়ের মানুষের সঙ্গে থাকতে হবে৷ আমাদের দল অবশ্যই মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করবে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Tea Estate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE