Advertisement
২০ এপ্রিল ২০২৪

লড়াই মাঠে হোক, গ্যালারিতে নয়

মেরিনার্সদের হাতে প্ল্যাকার্ডে বার্তা দেওয়া হবে ডার্বিকে ঘিরে দুই প্রধানের সমর্থকরা যেন পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখেন। কোনও ভাবেই গোলমালে না জড়ান। স্থানীয় লাল-হলুদ শিবিরও এ ব্যাপারে উৎসাহী। উভয়পক্ষই বার্তা দিতে চাইছেন, ডার্বিকে নিয়ে যে কোনও অপ্রীতিকর ঘটনা ফের না ঘটে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ০১:৫১
Share: Save:

মাঠের মাঝে লড়াই যেমনই হোক না কেন, তা নিয়ে মাঠে বা মাঠের বাইরে দুই প্রধানের সদস্য-সমর্থকরা যেন বিবাদ, গোলমালে জড়িয়ে না পড়েন। রবিবার কলকাতায় ডার্বির আগে প্রত্যন্ত জলপাইগুড়ি থেকে প্রিয় দলের সদস্য-ভক্তের কাছে এই আবেদন-বার্তা দিতে চাইছে লাল-হলুদ এবং সবুজ মেরুনের এক দল সমর্থক। আগামীকাল, শনিবার জলপাইগুড়িতে অরবিন্দ পাঠাগার এবং ক্লাব (এবিপিসি) মাঠে ইস্টবেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল অ্যাকাডেমির ক্যাম্পে গিয়ে অনুশীলনকারীদের উৎসাহ দেবেন স্থানীয় মেরিনার্স ক্লাবের সদস্যরা। দুই পক্ষের সদস্য, কর্মকর্তাদের মধ্যে ফুলের তোড়া বিনিময়, মিষ্টি মুখ করানো হবে। মেরিনার্সদের হাতে প্ল্যাকার্ডে বার্তা দেওয়া হবে ডার্বিকে ঘিরে দুই প্রধানের সমর্থকরা যেন পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখেন। কোনও ভাবেই গোলমালে না জড়ান। স্থানীয় লাল-হলুদ শিবিরও এ ব্যাপারে উৎসাহী। উভয়পক্ষই বার্তা দিতে চাইছেন, ডার্বিকে নিয়ে যে কোনও অপ্রীতিকর ঘটনা ফের না ঘটে।

শিলিগুড়িতে ডার্বির আগে গত ১৯ সেপ্টেম্বর কলকাতায় মোহনবাগান টেন্টে দুই প্রধানের সমর্থকদের মধ্যে গোলমালের ঘটনাকে সামনে রেখেই তাঁরা সেই বার্তা দিতে চাইছেন। ওই দিন বিকেলে টালিগঞ্জের সঙ্গে ম্যাচ দেখে লাল-হলুদে কিছু সমর্থক ফেরার সময় মোহনবাগান টেন্টের সামনে দাঁড়িয়ে থাকা সবুজ-মেরুনের সমর্থকদের উদ্দেশ্যে আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ। তাঁরা প্রতিবাদ করলে গোলমাল বাঁধে। ইটপাটকেল ছুড়ে মোহনবাগান ক্লাবের সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়। তা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পরেও শিলিগুড়িতে ডার্বির দিন কাঞ্চনজঙ্ঘার মাঠে খেলার পরেই ঢুকে পড়েন মোহনবাগানের কর্মকর্তাদের কয়েকজন। রেফারির গায়ে হাত তোলারও অভিযোগ ওঠে। এ ধরনের ঘটনাও কাম্য নয় বলে মনে করছেন দুই পক্ষের অনেকেই।

এমনিতেই ডার্বি নিয়ে উত্তেজনার পারদ চড়ে। কিন্তু মাঠের লড়াই, প্রিয় দলের সমর্থকদের আবেগ যেন সংযত থাকে, সেই আবেদন রাখছেন মোহন এবং লাল-হলুদের প্রত্যন্ত এলাকার এই সমর্থকেরা। জলপাইগুড়ি মেরিনার্সের তরফে শান্তনু বসু, সৌরভ দে, সাগ্নিক ভট্টাচার্যদের মতো সবুজ-মেরুনের অনেকেই থাকবেন। জলপাইগুড়ি মেরিনার্সের সম্পাদক শান্তনু বসু বলেন, ‘‘দুই প্রধানের সমর্থকদের গোলমাল কখনই কাম্য নয়। ফুটবলের লড়াই যেন মাঠে বা মাঠের বাইরে অপ্রীতিকর ঘটনায় না ঘটায়, সবাইকেই দেখতে হবে। সেই বার্তা দিতেই রাজগঞ্জের ইস্টবেঙ্গল ফুটবল অ্যাকাডেমির কর্মকর্তা ফুটবলারদের সঙ্গে সৌহার্দ্য বিনিময়ের আয়োজন করা হয়েছে।’’

গোলমাল নয়, দুই পক্ষই যেন ফুটবলের স্বার্থে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকেন সেই ভাবনা ছড়িয়ে দিতে চান ইস্টবেঙ্গল জুনিয়র দলের উত্তরবঙ্গের লিয়াজো ম্যানেজার সৌমিক মজুমদার, রবীন মজুমদাররাও। তাঁরা জানান, আগামী কাল, শনিবার ইস্টবেঙ্গল রাজগঞ্জ ওয়েলফেয়ার ফুটবল অ্যাকাডেমির অনুশীলন শিবির হবে জলপাইগুড়িতে। সেখানে শুভেচ্ছা বিনিময়ে মেরিনার্সের সদস্যদের তাঁরাও স্বাগত জানাচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Derby East Bengal Mohun Bagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE