Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্লাস্টিক রুখতে আবার অভিযান

২২জুন জলপাইগুড়ি পুরসভায় শাসক-বিরোধী সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে শহরে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়৷ একই সঙ্গে জলপাইগুড়ি শহরকে শুয়োর মুক্ত করার ব্যাপারেও সিদ্ধান্ত নেন পুর কর্তারা৷

অনিয়ম: ব্যবহার চলছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের। এই চেনা ছবি বদলাতেই শুরু হবে অভিযান। ফাইল চিত্র

অনিয়ম: ব্যবহার চলছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের। এই চেনা ছবি বদলাতেই শুরু হবে অভিযান। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ১২:৫০
Share: Save:

অবশেষে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামতে চলেছে জলপাইগুড়ি পুরসভা৷ আজ, সোমবার থেকেই শহরজুড়ে এই অভিযান শুরু হবে বলে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু জানিয়েছেন৷

পুর কর্তারা সাফ জানিয়ে দিয়েছেন, আজ থেকে কেউ প্লাস্টিকের ক্যারিব্যাগ বিক্রি করলে বিক্রেতাদের ক্ষেত্রে পাঁচশো টাকা ও ক্রেতা বা অন্য ব্যবহারকারীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা জরিমানা করা হবে৷

২২জুন জলপাইগুড়ি পুরসভায় শাসক-বিরোধী সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠকে শহরে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়৷ একই সঙ্গে জলপাইগুড়ি শহরকে শুয়োর মুক্ত করার ব্যাপারেও সিদ্ধান্ত নেন পুর কর্তারা৷ সেদিন বিকেলেই চেয়ারম্যান মোহন বসু বৈঠক করে জানান, সাতদিন ধরে এ ব্যাপারে শহরজুড়ে প্রচার চালানোর পরে শহরকে প্লাস্টিক ও শুয়োর মুক্ত করতে অভিযান শুরু করবে পুরসভা৷

কিন্তু দিন সাতেক পর পুরসভার তরফে আচমকা জানানো হয়, মাঝে রথযাত্রা ও ইদ পড়ায় জন্য আপাতত নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বিরোধী অভিযান করা হবে না। পুরসভার এই ঘোষণার পরিবেশপ্রেমী মহলে জোর সমালোচনা শুরু হয়৷ প্লাস্টিক মুক্ত শহর গড়া নিয়ে পুরসভার সদিচ্ছা নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। চাপে পড়ে পরদিন থেকেই প্লাস্টিকের ক্যারিব্যাগ ও শহরে শুয়োর পালন বন্ধ করতে মাইকে প্রচার শুরু করে পুরসভা কর্তৃপক্ষ।

জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু রবিবার বলেন, ‘‘জলপাইগুড়ি শহরে সব ধরনের প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারই নিষিদ্ধ ঘোষণা করেছে পুরসভা৷’’ গত কয়েকদিন ধরে শহরের সর্বত্র এ ব্যাপারে প্রচার চালিয়েছেন পুরকর্মীরা৷ রবিবারও প্রচার চলেছে৷ অভিযানে পুরসভার আধিকারিকদের পাশাপাশি প্রশাসন ও পুলিশের কর্তারাও থাকবেন৷ কেউ প্লাস্টিকের ক্যারিব্যাগ বিক্রি করলে বা ব্যবহার করলে তাঁকে জরিমানা করা হবে৷ চেয়ারম্যান এ দিন জানান, এর পরে জলপাইগুড়ি শহরকে শুয়োর মুক্ত করতে অভিযান হবে। তা সোমবারই অথবা মঙ্গলবার শুরু হয়ে যাবে৷ একাধিক বার অভিযোগ উঠেছে, জলপাইগুড়ি জেলা হাসপাতালের ভিতরে শুয়োর পালন করা হয়। পুরসভা সূত্রের খবর, এ ব্যাপারে সম্প্রতি একাধিকবার জেলা স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গেও কথা হয়েছে পুর কর্তাদের৷ পুর কর্তারা জানিয়েছেন, সেখানেও শুয়োর পালন বন্ধ করা হবে৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE