Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফেসবুকে ‘কটূক্তি’, গ্রেফতার

ফেসবুকে মূল পোস্টটি করেছে একটি গ্রুপ। সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছিলেন অজিত দাস নামে শামুকতলার দক্ষিণ শিবকাটা গ্রামের ওই যুবক। তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ জুন অজিত নিজের প্রোফাইলে পোস্টটি শেয়ার করেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শামুকতলা শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৭ ০২:৫৩
Share: Save:

মুখ্যমন্ত্রীকে কটূক্তি করার পাশাপাশি ভাবাবেগে আঘাত করা হয়েছে এমন একটি পোস্ট ফেসবুকে শেয়ার করার জন্য গ্রেফতার করা হল শামুকতলার এক যুবককে।

ফেসবুকে মূল পোস্টটি করেছে একটি গ্রুপ। সেই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছিলেন অজিত দাস নামে শামুকতলার দক্ষিণ শিবকাটা গ্রামের ওই যুবক। তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ জুন অজিত নিজের প্রোফাইলে পোস্টটি শেয়ার করেন। তিন দিন আগে অজিতের পোস্ট নিয়ে থানায় অভিযোগ জানান তৃণমূল নেতারা। তারপরেই পুলিশ তদন্ত করে তাঁকে গ্রেফতার করে।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃত যুবকের পোস্ট ঘিরে এলাকায় অশান্তি ছড়ানোর আশঙ্কা ছিল। সে কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।’’

ফেসবুক পোস্টে বিজেপি নেতাদের ছবি রয়েছে। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে এ দিন আদালতে হাজির করেছিল পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। শনিবার তাঁকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হলে বিচারক তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Facebook Hate Post Social Media
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE