Advertisement
২০ এপ্রিল ২০২৪

মূর্তি বাঁচাতে পাহারা

জলপাইগুড়ি জেলায় থাকা মনীষীদের মূর্তিতেও এ বার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল৷ জেলার সব ক’টি থানার পুলিশ আধিকারিকদের নিজ নিজ এলাকায় থাকা মনীষীদের মূর্তিগুলিতে নজরদারি বাড়ানোর জন্য ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছেন জেলার শীর্ষ পুলিশকর্তারা৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ০২:৩৭
Share: Save:

ত্রিপুরা বা কলকাতার আঁচ আসেনি উত্তরবঙ্গের জলপাইগুড়িতে৷ কিন্তু তা বলে কোনও ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ-প্রশাসন৷ তাই জলপাইগুড়ি জেলায় থাকা মনীষীদের মূর্তিতেও এ বার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল৷ জেলার সব ক’টি থানার পুলিশ আধিকারিকদের নিজ নিজ এলাকায় থাকা মনীষীদের মূর্তিগুলিতে নজরদারি বাড়ানোর জন্য ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছেন জেলার শীর্ষ পুলিশকর্তারা৷

ত্রিপুরার নির্বাচনের পর থেকেই মূর্তিকে কেন্দ্র করে সরগরম দেশের রাজনীতি৷ শুরুটা হয়েছিল লেনিনকে দিয়ে৷ তার পর একে আক্রান্ত হতে থাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অম্বেডকর, গাঁধীজির মূর্তিও৷ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কলকাতায় লেনিন মূর্তি ঘিরে পাহারাও বসেছে।

তবে জলপাইগুড়িতে এখন অবধি তেমন কিছু ঘটেনি। তা হলেও পুলিশ-প্রশাসন আগাম সতর্কতা নিতে চাইছে। জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘‘আমরা কোনও রকম ঝুঁকি নিচ্ছি না৷ জেলার প্রতিটি থানাকে নিজের এলাকায় মনীষীদের মূর্তিগুলোর ওপর নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে৷’’

জলপাইগুড়ি জেলা জুড়ে মনীষীদের অনেক মূর্তি রয়েছে৷ ময়নাগুড়িতে রয়েছে লেনিনের মূর্তিও৷ জলপাইগুড়ি শহরেও গাঁধী, নেতাজি-সহ মনীষীদের বেশ কয়েকটি মূর্তি রয়েছে৷ মূর্তি আক্রমণের আঁচ যাতে এই শহরেও না পরে, তা নিয়ে চিন্তিত পুরসভার কর্তারাও৷ জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, ‘‘শহরের প্রতিটি মোড়ে এখন সিসিটিভি ক্যামেরা রয়েছে৷ ফলে কেউ কোন মূর্তিকে আক্রমণ করতে গেলে ক্যামেরায় ধরা পড়ে যাবে৷ তবুও আমি মূর্তিগুলোর উপর নজরদারি বাড়াতে জেলার পুলিশকর্তাদের কাছে অনুরোধ করেছি৷’’

এ দিকে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ওপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার বিকেলে জলপাইগুড়িতে মিছিল বের করে বিজেপি৷ দলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক বাপী গোস্বামী বলেন, ‘‘কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে যারা আক্রমণ চালিয়েছে, আমরা তাদের কড়া শাস্তি চাই৷ সে জন্য এই মিছিল৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Statue police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE