Advertisement
১৯ এপ্রিল ২০২৪

উত্তরবঙ্গ জুড়ে যুযুধান দু’পক্ষ

রায়গঞ্জে বিকেলে একই বিষয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। তারা বিদ্রোহীমোড় থেকে শিলিগুড়িমোড় পর্যন্ত মিছিল করে।

 ঢল: কালাদিবসের প্রতিবাদে তৃণমূলের মিছিল বালুরঘাটে। নিজস্ব চিত্র

 ঢল: কালাদিবসের প্রতিবাদে তৃণমূলের মিছিল বালুরঘাটে। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৭ ০৩:৪৪
Share: Save:

কোথাও নোটবন্দির প্রতিবাদ, কোথাও নোটবাতিলকে স্বাগত জানিয়ে সভা। শুধু রায়গঞ্জই নয়, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এমনই দেখা গেল দিনভর। বুধবার ছিল নোটবন্দির বর্ষপূর্তি। কংগ্রেস, তৃণমূল, বাম— নোটবাতিলের প্রতিবাদে সকলেই এ দিন মিছিল করেছে, কিন্তু পৃথক ভাবে। উল্টো দিকে, বিজেপি কালো টাকার বিরোধী যুদ্ধের সূচনা দিবস হিসেবে এ দিন উদ্‌যাপন করেছে। পাল্টা কর্মসূচি হিসেবে তারাও মিছিল সভা করেছে জেলায় জেলায়।

এ দিন দুপুরে রায়গঞ্জের দেবীনগর, জেলখানামোড় ও শিলিগুড়িমোড় থেকে তিনটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে তৃণমূল। দলের কয়েক হাজার কর্মী-সমর্থক তিনটি জায়গা থেকে এক যোগে মিছিল করে এসে শহরের ঘড়িমোড় এলাকায় পথসভায় যোগ দেন। ইটাহারেও এ দিন বিক্ষোভ দেখান তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী-সমর্থকেরা। রায়গঞ্জে বিকেলে একই বিষয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস। তারা বিদ্রোহীমোড় থেকে শিলিগুড়িমোড় পর্যন্ত মিছিল করে।

পাল্টা কর্মসূচিটি ছিল সন্ধ্যায়। রায়গঞ্জের ঘড়িমোড়ে নিজেদের বক্তব্যের প্রচারে এই ‘জবাবি সভাটি’ করে বিজেপি। সেখানে কালাধন মুক্ত করতে নোটবন্দির সুফল ও প্রাসঙ্গিকতার প্রসঙ্গ তুলে ধরেন নেতারা। পরে তারা অভিযোগ করে, দুপুরে মিছিল করতে চেয়ে সন্ধ্যায় সময় মিলেছে। যদিও পুলিশের দাবি, এ দিন দুপুরে এক ঘণ্টার ব্যবধানে নোটবন্দির প্রতিবাদে শহরে তৃণমূল ও কংগ্রেসের মিছিল ছিল! তাই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই বিজেপির কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে পুলিশ।

ইলমাপুর মহকুমাতেও দু’পক্ষের কর্মসূচি ছিল। নোটবন্দির প্রতিবাদে ইসলামপুর গোয়ালপোখর, চাকুলিয়া, চোপড়া-সহ প্রতিটি এলাকাতেই বিক্ষোভ মিছিল হয়। করণদিঘিতে অবশ্য তৃণমূলেরই দু’টি মিছিল দেখা যায়। কংগ্রেসের পক্ষ থেকেও মহকুমার বিভিন্ন প্রান্তে কালাদিবস পালিত হয়। উল্টো দিকে, ইসলামপুর, চোপড়ার সোনাপুর-সহ বেশ কিছু এলাকায় নোট বাতিলের সমর্থনে সভা করে বিজেপি।

‘কালা দিবস’ ও ‘কালো টাকা বিরোধী দিবস’ দুটিই পালন কোচবিহারে। তৃণমূল ‘কালাদিবস’ পালনে কোচবিহার শহর, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ ও মেখলিগঞ্জে মিছিল করে। এ ছাড়া বিভিন্ন ব্লক ও ছোট ছোট বন্দরে মিছিল ও মিটিংয়ের আয়োজন করে তাঁরা। পাল্টা কোচবিহারের পুন্ডিবাড়ি, মাথাভাঙা ও মেখলিগঞ্জে কালো টাকা বিরোধী দিবস পালনে মিছিল করে বিজেপি। মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় পথসভা করে তারা।

কালচিনি, আলিপুরদুয়ার ১ ব্লক, আলিপুরদুয়ার শহরে মিছিল করে তৃণমূল। চৌপথীতে এক মিনিটের নীরবতাও পালন করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE