Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আন্দোলনে দুই দল

নোট বাতিলের প্রতিবাদ ও সিবিআইয়ের ধরপাকড়ের প্রতিবাদে উত্তরবঙ্গের সব জেলাতেই আন্দোলনে নামল তৃণমূল। নোট বাতিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছে কংগ্রেসও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৭ ০১:১৯
Share: Save:

নোট বাতিলের প্রতিবাদ ও সিবিআইয়ের ধরপাকড়ের প্রতিবাদে উত্তরবঙ্গের সব জেলাতেই আন্দোলনে নামল তৃণমূল। নোট বাতিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছে কংগ্রেসও। সোমবার থেকে তৃণমূলের তরফে জলপাইগুড়ি, শিলিগুড়ি-সহ সব জেলাতেই অবস্থান শুরু হয়েছে। তিন দিন অবস্থান চলবে। কংগ্রেস ভুখা মিছিল করেছে নানা জেলায়। শিলিগুড়িতে মহিলা কংগ্রেসের নেতৃত্বে ভুখা মিছিল হয়। রায়গঞ্জে থালা বাজিয়ে বিক্ষোভ দেখান রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি। সোমবার বিকেলে দলের কয়েকশো কর্মী সমর্থকদের সঙ্গে দীপাদেবী চামচ দিয়ে থালা বাজাতে বাজাতে রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর দিনাজপুরের জেলাশাসকের দফতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশের বাধা পেয়ে তাঁরা ফিরে যান। দলীয় সাংসদের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছে তৃণমূলও। সোমবার সকাল সাড়ে ১০ নাগাদ নিউ কোচবিহার দিনহাটা লাইনের দেওয়ানহাটে বামনহাট-এনজেপি প্যাসেঞ্জার ট্রেন আটক করে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এক ঘণ্টা অবরোধ চলে। বাণেশ্বরেও সকাল ১১টা থেকে এক ঘণ্টা ট্রেন লাইন অবরোধ করে রাখা হয়। তাতে ধুবুরিগামী প্যাসেঞ্জার ট্রেন আটকে পড়ে। বনমন্ত্রী তথা তৃণমূল নেতা বিনয়কৃষ্ণ বর্মনের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। এ দিন মালবাজারের সুভাষ মোড়ে বিক্ষোভ হয়। যোগ দেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তী। আগামী তিন দিন জেলা জুড়ে বিক্ষোভ চলবে, জানান বিনয় ও সৌরভ দু’জনেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE