Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ছাত্র-যুব টানাটানি অস্বস্তি তৃণমূলে

যুব নেতার বিরুদ্ধে ছাত্র সংগঠনের নেত্রীর আনা শারীরিক নির্যাতন ও প্রতারণার অভিযোগের তদন্ত করবে তৃণমূল। এ জন্য জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের তরফে সংগঠনের তিন নেতার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ০২:০৪
Share: Save:

যুব নেতার বিরুদ্ধে ছাত্র সংগঠনের নেত্রীর আনা শারীরিক নির্যাতন ও প্রতারণার অভিযোগের তদন্ত করবে তৃণমূল। এ জন্য জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের তরফে সংগঠনের তিন নেতার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তদন্ত কমিটির পেশ করা রিপোর্টের ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে দলীয় পর্যায়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা৷ তবে গোটা ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷

গত ১০ জানুয়ারি তৃণমূল যুব কংগ্রেসের জলপাইগুড়ির এক নেতার বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও প্রতারণার অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেত্রী৷ যদিও পুলিশ তাকে সেই অভিযোগ পত্রের কোনও রিসিভ কপি দেয়নি বলে অভিযোগ৷ রবিবার রাতে ফের থানায় গিয়ে অভিযোগটি প্রত্যাহারও করে নেন ওই তরুণী৷ অভিযোগপত্র প্রত্যাহারের পরই সংবাদ মাধ্যমের কাছে ওই নেত্রী যুব তৃণমূল কংগ্রেসের ওই নেতার বিরুদ্ধে তাকে শারীরিক নির্যাতন ও প্রতারণার অভিযোগ করেন৷ একই সঙ্গে জানান, সেজন্যই তিনি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু রবিবার তিনি সেই অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন৷

তাঁর মন্তব্যে তৃণমূলের অন্দরে জল্পনা শুরু হয়৷ বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে, কার বা কাদের জন্য তিনি অভিযোগ করেও তা প্রত্যাহার করতে ‘বাধ্য’ হলেন? যদিও এ ব্যাপারে ওই তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী স্পষ্টভাবে কিছু বলেননি৷ তৃণমূল যুব সংগঠনের তরফেও ওই নেত্রীকে কোনও চাপ দেওয়ার কথা অস্বীকার করা হয়৷

তৃণমূল সূত্রের খবর, এ দিন দুপুরে ওই নেত্রীর সঙ্গে স্টেশন রোডের পার্টি অফিসে আলোচনায় বসেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়৷ আলোচনার পর তিনি বলেন, ‘‘অভিযোগ শুনেছি৷ দলীয় পর্যায়ে এর তদন্ত হবে৷ তিনজনের কমিটি গড়া হয়েছে৷ ১৫ দিনের মধ্যে তদন্তের রিপোর্ট আসবে৷ তারপর দলীয় পর্যায়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে৷’’ সংগঠন সূত্রের খবর‍, তদন্ত কমিটিতে সংগঠনের জেলা সহ সভাপতি সন্দীপ সান্যাল ও দুই সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সাহা ও অজয় সাহা রয়েছেন৷

এদিকে যুব সংগঠনের তরফে নেত্রীর অভিযোগ নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হলেও, গোটা ঘটনায় ক্ষুব্ধ তৃণমূলের জেলা নেতৃত্ব৷ তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী বলেন, ‘‘এ ধরণের ঘটনা অভিপ্রেত নয়৷ আমি অবশ্যই বিষয়টি খোঁজ নিয়ে দেখব৷’’ দলের জেলা কার্যকরী সভাপতি তথা জলপাইগুড়ির সাংসদ বিজয়চন্দ্র বর্মনও বলেন, ‘‘দল ঘটনাটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Molestation TMC Yuva TMCP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE