Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পাচার রুখবই, ঘোষণা মন্ত্রীর

জলপাইগুড়ি ও পাশের কোচবিহার জেলা দিয়ে গরু পাচারের অভিযোগ দীর্ঘ দিনের৷ মাস দু’য়েক আগেই সীমান্ত দিয়ে গরু পাচার নিয়ে সরব হন জলপাইগুড়ির বিজেপি নেতারা৷

হংসরাজ গঙ্গারাম আহির৷

হংসরাজ গঙ্গারাম আহির৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭ ০২:৫০
Share: Save:

কেন্দ্রীয় সরকার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার ও অবৈধ অনুপ্রবেশ রুখবেই৷ বুধবার জলপাইগুড়িতে এসে এ কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির৷ ভারত-বাংলাদেশ সীমান্তের যে সব এলাকায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, সেখানেও সেই কাজ দ্রুত শেষ করা হবে বলে কেন্দ্রীয়মন্ত্রী জানান৷

জলপাইগুড়ি ও পাশের কোচবিহার জেলা দিয়ে গরু পাচারের অভিযোগ দীর্ঘ দিনের৷ মাস দু’য়েক আগেই সীমান্ত দিয়ে গরু পাচার নিয়ে সরব হন জলপাইগুড়ির বিজেপি নেতারা৷ পাচার রুখতে সীমান্ত লাগোয়া ১৩টি হাটে গরু কেনা-বেচা বন্ধের দাবি তোলেন তাঁরা৷ সেই সঙ্গে গরু পাচার নিয়ে বিএসএফ ও পুলিশকর্মীদের একাংশের দিকেও আঙুল তোলেন তাঁরা৷ অভিযোগ করেন, বিএসএফ ও পুলিশকর্মীদের একাংশের মদতে জলপাইগুড়ি ও কোচবিহারে সীমান্তের ওপারে গরু পাচার হচ্ছে৷

এই পরিস্থিতিতে এ দিন জলপাইগুড়িতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ সন্ধ্যায় ধূপগুড়িতে একটি কর্মিসভায় যোগ দেন তিনি৷ তার আগে জলপাইগুড়ি সার্কিট হাউসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রীয় সরকার কোনও আপস করবে না৷ ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার ও অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার এবং এটা বন্ধ হবেই৷”

সেই সঙ্গে বলেন, “ভারত-বাংলাদেশ সীমান্তের যে সব এলাকায় এখনও কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, আমরা দ্রুত সেই কাজ করব৷”

মন্ত্রী জানান, যেখানে কাঁটাতারের বেড়া রয়েছে, আর যেখানে কাঁটাতারের বেড়া নেই—সেই দুই জায়গাতেই তিনি যাবেন৷ মন্ত্রী বলেন, ‘‘এখানকার সীমান্ত দিয়ে কী তী বেআইনি কাজ হয়, কিংবা পাচার নিয়ে যেসব অভিযোগ শোনা যায়, তার সবটাই আমি দেখব৷ বিএসএফ-এর কাজেরও রিপোর্ট নেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hansraj Gangaram Ahir Trafficking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE