Advertisement
১৮ এপ্রিল ২০২৪

চাপের মুখে নির্যাতনের নালিশ, আত্মঘাতী বধূ

লাগাতার চাপের মুখে যৌন নিগ্রহের অভিযোগ প্রত্যাহারে বাধ্য হয়েছিলেন। শেষ পর্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত এক বিধবা আত্মহত্যা করতে বাধ্য হন বলে অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় এক তৃণমূল কর্মীর।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০৩:২৫
Share: Save:

লাগাতার চাপের মুখে যৌন নিগ্রহের অভিযোগ প্রত্যাহারে বাধ্য হয়েছিলেন। শেষ পর্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত এক বিধবা আত্মহত্যা করতে বাধ্য হন বলে অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় এক তৃণমূল কর্মীর।

সোমবার দক্ষিণ দিনাজপুরের হিলি থানার বাসুদেবপুরের বাড়ি থেকে সুধা রায় (৩৮) নামে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত নিখিল বর্মন ও তার দিদিকে পুলিশ আটক করে বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এ দিন বিকেলে অবশ্য হিলি থানার ওসি তাসি ফিরিং শেরপা বলেন, ‘‘ওই ঘটনায় কোনও অভিযোগ হয়নি। কাউকে আটকও করা হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।’’

সুধার দাদা মিলন রায় অভিযোগ করেন, ‘‘নিখিলের বিরুদ্ধে গত সপ্তাহে আমার বোন সুধা, হিলি থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিল। কিন্তু এলাকার এক তৃণমূল নেতার চাপে রবিবার রাতে থানায় গিয়ে অভিযোগ তুলে নিতে বাধ্য হন। এরপর পুরোপুরি ভেঙে পড়েছিল সে।’’ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দী অবশ্য বলেন, ‘‘ঘটনার কথা জানা নেই। খতিয়ে দেখা হবে।’’

বছর পাঁচেক আগে সুধার স্বামীর মৃত্যু হয়। রুটিরুজির খোঁজে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে চলে যায় একমাত্র ছেলে। টিনের ছাউনি দেওয়া বেড়ার ঘরে একাই থাকতেন সুধা। এলাকার বাসিন্দাদের জামা কাপড় কেচে কোনও রকমে দিন চলত তাঁর। মিলনবাবুর বলেন, ‘‘সাতদিন আগে অভিযুক্ত নিখিল বেড়া ভেঙে বাড়িতে ঢুকে বোনের উপর চড়াও হয়। পরের দিন হিলি থানায় নিখিলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন বোন। তার পর থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁর উপর চাপ আসতে থাকে। অভিযুক্ত নিখিল স্থানীয় এক তৃণমূলের নেতার বন্ধু হওয়ায় ওই নেতা বোনকে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দিত। কয়েক দিন আগে বাজারে দেখতে পেয়ে নিখিল ও তার এক আত্মীয় বোনকে মারধরও করে।’’

স্থানীয় বাসিন্দা নুপুর দাস বলেন, ‘‘গত কয়েকদিন ধরে বাড়িতে রান্না খাওয়াও করেননি সুধা। শেষ পর্যন্ত চাপের মুখে রবিবার অভিযোগ প্রত্যাহার করে নেন।’’ নিখিল অবশ্য ঘটনা অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, অভিযোগ তোলার জন্য ওই মহিলাকে কোনও হুমকি দেওয়া হয়নি।

তৃণমূলের হিলি ব্লক সভাপতি আশুতোষ সাহা বলেন, ‘‘অভিযুক্ত নিখিল দলের কেউ নন। তবে এলাকার তৃণমূল কর্মী জীবন রবিদাসের বিরুদ্ধে ওই মহিলার উপর চাপ সৃষ্টির যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে খোঁজ নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suicide Sexual Assault Widow Death TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE