Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দক্ষতা বাড়াতে যোগাসন পুলিশদের

পরিস্থিতি পাল্টাতে জেলায় দশটি থানা ও পুলিশ লাইনে কর্মরত প্রায় দেড় হাজার পুলিশকর্মীকে যোগব্যায়াম প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ কর্তৃপক্ষ।

প্রশিক্ষণ: শরীর চর্চা পুলিশ কর্মীদের। নিজস্ব চিত্র

প্রশিক্ষণ: শরীর চর্চা পুলিশ কর্মীদের। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ০৩:১৭
Share: Save:

একটানা কাজের চাপে তাঁরা নিয়মিত শরীরচর্চার সময় পান না। কর্মসূত্রে দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার ফলে মানসিক অবসাদের জেরে মনসংযোগ হারিয়ে ফেলেন অনেকেই। পরিস্থিতি পাল্টাতে জেলায় দশটি থানা ও পুলিশ লাইনে কর্মরত প্রায় দেড় হাজার পুলিশকর্মীকে যোগব্যায়াম প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ কর্তৃপক্ষ।

পুলিশ সুপার শ্যাম সিংহের উদ্যোগে সোমবার সকাল থেকে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা পুলিশ লাইনের মাঠে এই যোগব্যায়াম প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। এ দিন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং সহ প্রায় ৪০০ জন পুলিশকর্মী এই প্রশিক্ষণ নিয়েছেন। যোগব্যায়ামে প্রশিক্ষিত জেলা পুলিশের ১০ জন কর্মী প্রতিদিন সকালে ৬০ থেকে ১০০ জন করে পুলিশকর্মীকে ওই প্রশিক্ষণ দেবেন।

শ্যাম সিংহের দাবি, পুলিশকর্মীরা শারীরিক ও মানসিকভাবে সক্ষম না থাকলে তাঁদের পক্ষে সুষ্ঠভাবে দায়িত্ব সামলানো সম্ভব নয়। তিনি বলেন, ‘‘প্রায় চার মাস আগে আমি পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে পুলিশকর্মীদের মধ্যে নানারকম সমস্যা লক্ষ্য করি। তারপরেই বিভিন্ন চিকিত্সক ও মনস্তত্ববিদ ও রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে কথা বলি। সবার পরামর্শ নিয়েই এই প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত।’’

পুলিশ সূত্রের খবর, জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার, করণদিঘি, ডালখোলা, চাকুলিয়া, গোয়ালপোখর, ইসলামপুর ও চোপড়া থানা ও পুলিশ লাইনে প্রায় দেড় হাজার পুলিশকর্মী কর্মরত। প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে তাঁদের যোগব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হবে।

রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস ও চাকুলিয়া থানার ওসি পিনাকী সরকারের দাবি, জেলা পুলিশের তরফে নিয়মিত যোগব্যায়াম প্রশিক্ষণ পাওয়ার সুযোগ পেয়ে জেলার সমস্ত পুলিশকর্মী খুশি। এতে সকলেরই কাজে গতি ও উত্সাহ বাড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Yoga Training
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE