Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দেউচার কয়লার ভাগ নিয়ে চুক্তি জানুয়ারিতে

বীরভূমের মহম্মদবাজার ব্লকের দেউচা-পাঁচামি খনি থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া আরও একধাপ এগোল। সরকারি সূত্রে খবর, পশ্চিমবঙ্গ-সহ যে ছ’টি রাজ্য এই খনি থেকে কয়লার ভাগ পাবে, তাদের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে আগামী ৫ জানুয়ারি। দিল্লিতে ওই চুক্তি-স্বাক্ষরের পরেই আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যাবে প্রকল্প তৈরির কাজ।

পিনাকী বন্দ্যোপাধ্যায়
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৪ ০২:২৬
Share: Save:

বীরভূমের মহম্মদবাজার ব্লকের দেউচা-পাঁচামি খনি থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া আরও একধাপ এগোল। সরকারি সূত্রে খবর, পশ্চিমবঙ্গ-সহ যে ছ’টি রাজ্য এই খনি থেকে কয়লার ভাগ পাবে, তাদের মধ্যে চূড়ান্ত চুক্তি হবে আগামী ৫ জানুয়ারি। দিল্লিতে ওই চুক্তি-স্বাক্ষরের পরেই আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যাবে প্রকল্প তৈরির কাজ।

রাজ্য বিদ্যুৎ দফতরের এক কর্তা জানান, দিল্লিতে চুক্তির পরেই কোম্পানি অফ রেজিস্ট্রারের কাছে সেই চুক্তিপত্র জমা দিয়ে যৌথ সংস্থা তৈরির জন্য আবেদন জানানো হবে। যৌথ সংস্থায় কোন রাজ্যের কতখানি মালিকানা থাকবে, তা-ও ঠিক হবে তখন। সূত্রের খবর, যৌথ সংস্থার সঙ্গে পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বিত্ত নিগমের একটি পৃথক চুক্তি হবে। পশ্চিমবঙ্গের হয়ে এই নিগমই মূলত দেউচা প্রকল্পের ‘অভিভাবক সংস্থা’ হিসেবে কাজ করবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে দেউচা খনিটি এ রাজ্যে রয়েছে এবং খনি শিল্পে এ রাজ্যের অভিজ্ঞতা অন্যদের তুলনায় বেশি, সে কারণে যৌথ সংস্থা পরিচালনার দায়িত্ব পশ্চিমবঙ্গকেই দেওয়ার জন্য অংশীদারী রাজ্যগুলির কাছে প্রস্তাব দেওয়া হবে। রাজ্য বিদ্যুৎ কর্তাদের আশা, এই প্রস্তাব মেনে নেবে অন্য রাজ্যগুলি।

আপাতত ঠিক হয়েছে, খনি থেকে কয়লা তোলার কাজের দায়িত্ব বিশ্বমানের কোনও বেসরকারি সংস্থাকে দেওয়া হবে। সেই সংস্থা বাছাই করতে আন্তর্জাতিক বাজারে দরপত্র চাওয়া হবে। যারা বরাত পাবে, শর্ত অনুযায়ী প্রকল্পের জন্য যাবতীয় বিনিয়োগ করতে হবে তাদেরইজানিয়েছেন বিদ্যুৎ দফতরের এক কর্তা।

দেউচা প্রকল্পে রাজ্যের যুক্ত হওয়ার সিদ্ধান্ত মাত্র কিছুদিন আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ-ও দাবি করেছেন, এই প্রকল্পের জন্য জমির কোনও সমস্যা হবে না। সরকারের জমিতেই প্রকল্পটি গড়ে তোলা হবে। প্রশাসন সূত্রে বলা হচ্ছে, মহম্মদবাজার ব্লকে সরকারের নিজস্ব যে জমি রয়েছে, তা প্রকল্পের কাজে লাগানো হবে। বাকিটা সরাসরি জমি-মালিকদের কাছ থেকে কিনতে হবে প্রকল্পের বরাত পাওয়া বেসরকারি সংস্থাকে। তাদের এই কাজে সাহায্য করবে রাজ্য সরকার। প্রকল্পে কমপক্ষে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে।

দেউচা খনি এলাকায় ১০০-১৫০ মিটার মাটির নীচে শক্ত পাথরের আস্তরণ রয়েছে। সেই পাথর ভেঙেই কয়লা উঠবে। সরকারি সূত্রের খবর, দেওচা-পাঁচামি খনিতে ২১০ কোটি ২০ লক্ষ টনের মতো কয়লা রয়েছে। প্রাথমিক ভাবে যার মূল্য ধরা হচ্ছে ১৯০০ কোটি টাকার মতো। মজুত কয়লার মধ্যে পশ্চিমবঙ্গ পাবে ৫৮ কোটি ৪০ লক্ষ টন। কয়লা প্রাপকের তালিকায় বাকি পাঁচ রাজ্য হল বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, কর্নাটক ও তামিলনাড়ু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

pinaki bandyopadhyay coal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE