Advertisement
২৫ এপ্রিল ২০২৪

তৃণমূলের বিরুদ্ধে মাঠে নামার পরামর্শ অধীরের

স্বাধীনতা সংগ্রামের বীর শহিদ বীরসা মুন্ডার কথা স্মরণ করিয়ে আগামী পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের জেলাজুড়ে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামার নির্দেশ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

হাতে-হাতে। কোটশিলার জিউদারু ময়দানে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

হাতে-হাতে। কোটশিলার জিউদারু ময়দানে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কোটশিলা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৯
Share: Save:

স্বাধীনতা সংগ্রামের বীর শহিদ বীরসা মুন্ডার কথা স্মরণ করিয়ে আগামী পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের জেলাজুড়ে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামার নির্দেশ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

সোমবার বিকেলে ঝালদা ২ ব্লকের কোটশিলার জিউদারু ময়দানের দলীয় কর্মিসভায় যোগ দেন অধীরবাবু। সেখানেই তিনি বলেন, ‘‘সাঁওতাল বিদ্রোহের নায়ক এই মাটি থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। পুরুলিয়ার মাটি সেই সংগ্রামের মাটি।’’ টেটে নিয়োগে দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলিকে নিজেদের প্রকল্প বলে চালানো-সহ নানা বিষয় তুলে ধরে তৃণমূল পরিচালিত এই সরকারকে রাজনৈতিক ভাবে উৎখাত করার জন্য নিজেদের এলাকায় কর্মীদের আন্দোলনে নামতে বলেন তিনি। অধীরবাবু আরও বলেন, ‘‘কেন্দ্রের বিভিন্ন প্রকল্পকে মুখ্যমন্ত্রী নিজের সরকারের প্রকল্প বলে চালাচ্ছেন। মাওবাদী প্রভাবিত এলাকায় কেন্দ্রীয় সরকার মানুষকে ২ টাকা কিলো দরে চাল দেয়। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই চালের প্রকল্পকে নিজের সরকারের প্রকল্প বলে চালান।’’

এ দিনের সভা থেকে শাসকদলকে তীব্র আক্রমণ করেন জেলা কংগ্রেস সভাপতি তথা বাঘমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো। তিনি বলেন, ‘‘টেট নিয়ে চরম বেনিয়ম হয়েছে। আমার কাছে তার প্রমাণও রয়েছে। পিছনে টাকার খেলা চলছে। এটা এখন সর্বত্রই আলোচিত বিষয়।’’ পাশাপাশি তিনি সম্প্রতি পুরুলিয়ায় এসে তৃণমূলের সভায় মানস ভুঁইয়া কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, তার জবাবও দেন নেপালবাবু। বক্তব্য রাখেন সাংসদ অভিজিত মুখোপাধ্যায়ও। ছিলেন স্থানীয় নেতা ফণিভূষণ কুমারও। দাবি করলেও জোটের স্বার্থে জয়পুর বিধানসভায় গত ভোটে বামেদের ছেড়েছিল কংগ্রেস। এ দিন অধীরবাবুকে সামনে পেয়ে পরের ভোটে ওই কেন্দ্রটিতে দলীয় প্রার্থী দেওয়ার দাবি তোলেন স্থানীয় নেতা-কর্মীরা। অধীরবাবু মঞ্চ থেকেই কর্মীদের জানিয়ে দেন, আগামী বিধানসভা ভোটে জয়পুর আসনে কংগ্রেস লড়াই করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Adhir Chowdhury Congress TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE