Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কো-এড স্কুলে ছাত্রীদের ‘চেঞ্জিং রুম’

জেলায় অনেক কো-এড স্কুল রয়েছে। কিন্তু মেয়েদের জন্য ‘স্যানিটারি চেঞ্জ রুম’ তৈরি করে নজির গড়ল তারাপীঠ তারাতীর্থ বিদ্যামন্দির স্কুল।

অনুষ্ঠানে: তারাপীঠের স্কুলে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদ শতাব্দী রায়। ছবি: সব্যসাচী ইসলাম

অনুষ্ঠানে: তারাপীঠের স্কুলে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদ শতাব্দী রায়। ছবি: সব্যসাচী ইসলাম

নিজস্ব সংবাদদাতা
তারাপীঠ শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০০:২৮
Share: Save:

জেলায় অনেক কো-এড স্কুল রয়েছে। কিন্তু মেয়েদের জন্য ‘স্যানিটারি চেঞ্জ রুম’ তৈরি করে নজির গড়ল তারাপীঠ তারাতীর্থ বিদ্যামন্দির স্কুল।

স্কুলের নিজস্ব তহবিল থেকে গড়ে তোলা সেই প্রকল্পের বৃহস্পতিবার উদ্বোধন করলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায়। স্কুলের এই শুভ উদ্যোগের সাক্ষী থাকলেন রামপুরহাট স্বাস্থ্য জেলার একাধিক স্বাস্থ্য আধিকারিক-সহ স্কুল পরিচালন সমিতির সদস্য ও অভিভাবকেরা।

প্রধানশিক্ষক সুজয়কুমার চট্টোপাধ্যায় এ দিন বলেন, ‘‘২০১০ সালে যখন স্কুলের প্রধানশিক্ষক হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করি তখন স্কুলের একাংশের ভবন তৈরি হচ্ছিল। সেই সময় লক্ষ্য করি একটি কো এড স্কুলে ছাত্রীদের জন্য পৃথক শৌচাগার নেই। স্কুলের এক অংশে দোতলায় ছাত্রীদের জন্য পৃথক শৌচাগার তৈরি করা হয়।’’

তাঁর দাবি, ‘‘স্কুলের বর্তমান তিন শতাধিক ছাত্রীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য, স্কুলের সঙ্গে জড়িত স্বাস্থ্য আধিকারিক উৎপল হাজরার পরামর্শ নিয়ে, পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করি। এবং পরিচালন সমিতির সদিচ্ছায় স্কুলের নিজস্ব তহবিল থেকে ৩০ হাজার টাকা খরচ করে চেঞ্জ রুম তৈরি করা হয়েছে।’’

স্কুলের পরিচালন সমিতির সভাপতি শ্যামল মুখোপাধ্যায় বলেন, ‘‘আশা করি এই রুম তৈরি হওয়ার ফলে স্কুলের তিন শতাধিক ছাত্রী উপকৃত হবে।’’

স্কুল হেলথ ব্যবস্থার সঙ্গে যুক্ত রামপুরহাট ২ ব্লকের মেডিক্যাল অফিসার উৎপল হাজরা জানান, স্কুলের মধ্যে বিশেষ করে কো-এড স্কুলে ছাত্রীরা ঋতুকালীন সময়ের পাঁচ দিন স্কুলে আসতে চায় না। এর ফলে বছরে ৬০ দিন স্কুল থেকে ড্রপ আউট হয়ে থাকে ছাত্রীরা। সেদিক থেকে এই রুম তৈরি করে স্কুলটি অগ্রণী ভূমিকা নিয়েছে। জেলায় অন্য স্কুল এরপরে এগিয়ে আসবে।’’

মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, ‘‘স্কুল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী স্কুলে একটি ন্যাপকিন ভেন্ডিং মেশিন দেওয়ার জন্য মহকুমা শাসকের কাছে আবেদন রাখব।’’ সাংসদ শতাব্দী রায় স্কুলের অনুষ্ঠানে এসে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Changing Room Student Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE