Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শিক্ষার বার্তা দিতে সাইকেল সফর

উত্তরপ্রদেশের ফারুকাবাদে তাঁর জন্ম। বাবা গ্রামে দিনমজুরি করে সংসার চালিয়ে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। আদিত্য কানপুর ডিএভি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হয়েছেন।

পথে-পথে: আদিত্য কুমার। নিজস্ব চিত্র

পথে-পথে: আদিত্য কুমার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ১৩:১২
Share: Save:

দেশের প্রতিটি শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করা হোক। অশিক্ষার অন্ধকার যেন কাউকে শিক্ষা থেকে বঞ্চিত না করে। — এই বার্তা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সাইকেলে ঘুরতে ঘুরতে পুরুলিয়া ছুঁয়ে গেলেন উত্তর প্রদেশের যুবক আদিত্য কুমার। ঝাড়খণ্ডের জামশেদপুরের দিক থেকে তিনি পুরুলিয়া হয়ে পশ্চিমবঙ্গের মাটি ছুঁলেন।

উত্তরপ্রদেশের ফারুকাবাদে তাঁর জন্ম। বাবা গ্রামে দিনমজুরি করে সংসার চালিয়ে ছেলেকে পড়াশোনা করিয়েছেন। আদিত্য কানপুর ডিএভি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হয়েছেন।

কিন্তু অন্যদের মতো উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনও চাকরি বেছে নেননি। জীবনে চলার জন্য কোনও পেশা বেছে নেওয়ার বদলে নিজেকেই সমর্পন করেছেন শিক্ষার আন্দোলনে।

তাঁর কথায়, টানা কুড়ি বছর নিজের এলাকায় ছাত্রদের পড়িয়েছি। আমার বাবা গ্রামে দিনমজুরি করে আমাদের বড় করেছেন। আমি কাছ থেকে দেখেছি অশিক্ষার অন্ধকার কেমন। শিক্ষার আলো থেকে বঞ্চিত মানুষজন কী ভাবে জীবন কাটান। তাই আমি স্বপ্ন দেখি কেউ যেন নিরক্ষর না থাকেন। দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি শিশুর কাছে যেন শিক্ষার আলো পৌঁছক, সেই বার্তা নিয়েই আমি ঘুরছি।’’

২০১৫ সালের ১২ জানুয়ারি লক্ষ্মৌ থেকে সাইকেলে যাত্রা শুরু করেছেন এই যুবক। আদিত্যর কথায়, ‘‘গত ২৮ মাস ধরে আমি সাইকেলেই ২০টি রাজ্য ঘুরে বেড়াচ্ছি। বাংলার মানুষের ভালবাসায় আমি অত্যন্ত খুশি। এ রাজ্য থেকে নিরক্ষতা দূর হয়ে গেলে আমার স্বপ্ন পূরণ হবে।’’ বাংলা ছাড়িয়ে তাঁর সাইকেল পূর্বাঞ্চলের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশে ছুটতে চায় সেই বার্তা নিয়েই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE