Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শিশু মৃত্যু কেন, শুরু হল তদন্ত

বড়জোড়া: এক সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০২:০৫
Share: Save:

বড়জোড়া: এক সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সন্তান সম্ভবা অবস্থায় শনিবার বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি হন সারেঙ্গার গোয়ালতোড়ের বধূ মণি পুঁই। সোমবার সেখানেই তাঁর অস্ত্রোপচার করে একটি কন্যা সন্তানের জন্ম হয়। মঙ্গলবার রাতে হাসপাতালে মৃত্যু হয় সেই কন্যা সন্তানটির। চিকিৎসার গাফিলতিতেই ওই শিশুর মৃত্যু হয়েছে বলে বুধবার মণির দাদা বড়জোড়ার হাটআশুড়িয়ার বাসিন্দা সুখেন্দর মৌরিয়া হাসপাতাল সুপার ও বড়জোড়া থানায় লিখিত অভিযোগ জানান।

তাঁর অভিযোগ, “জন্মানোর পর থেকেই নানা সমস্যায় ভুগছিল বাচ্চাটি। তবে চিকিৎসকেরা সে ভাবে দেখভাল করেননি।” বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার কৌশিক গড়াই বলেন, “সুস্থ স্বাভাবিক ভাবেই শিশুটির জন্ম হয়েছিল। তার পরেও কেন এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত কমিটি গড়েছি।”

সিপিএমের জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরীর অবশ্য দাবি, “এই হাসপাতালে চিকিৎসার পরিকাঠামোর অভাব রয়েছে বলেই এই ঘটনা ঘটেছে।”

যদিও বাঁকুড়া জেলা স্বাস্থ্য আধিকারিক প্রসূন কুমার দাস বলেন, “মাস খানেক হল বড়জোড়া সুপার স্পেশ্যালিটিতে অস্ত্রোপচার শুরু হয়েছে। হাসপাতালের পরিকাঠামোর কোনও ত্রুটি নেই। অসুস্থ সদ্যোজাতদের রাখার জন্য সিক নিউ বর্ন স্টেবিলাইজিং ইউনিটও রয়েছে।” ওই সদ্যোজাতের কী ভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Investigation child death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE