Advertisement
২০ এপ্রিল ২০২৪

মোবাইল ফেরত দিল খুদে পড়ুয়া

মোবাইল কুড়িয়ে পেয়ে শিক্ষকদের জমা দিয়েছিল তৃতীয় শ্রেণির এক পড়ুয়া। সেই মোবাইল এ দিন ফিরিয়ে দেওয়া হল মালিককে!

নজির: মনোজ।নিজস্ব চিত্র

নজির: মনোজ।নিজস্ব চিত্র

অর্ঘ্য ঘোষ
সাঁইথিয়া শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০১:২০
Share: Save:

মোবাইল কুড়িয়ে পেয়ে শিক্ষকদের জমা দিয়েছিল তৃতীয় শ্রেণির এক পড়ুয়া। সেই মোবাইল এ দিন ফিরিয়ে দেওয়া হল মালিককে!

ঘটনাটি ঘটেছে সাঁইথিয়ার মৃতদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল এবং স্থানীয় সূত্রে খবর, সোমবার স্কুল ছুটির পর গেটের সামনে একটি স্মার্টফোন পড়ে থাকতে দেখে তা শিক্ষকদের হাতে জমা দেয় তৃতীয় শ্রেণির ছাত্র স্থানীয় হরিহরপুর গ্রামের মনোজ দাস। মোবাইল ঘেঁটে শিক্ষকরা জানতে পারেন ফোনটির মালিক ময়ূরেশ্বরের ভাবঘাটির ভাইরো হাঁসদার নাম।

এ দিন তার হাতে মোবাইলটি তুলে দেওয়া হয়। আপ্লুত হয়ে তিনি সকল ছাত্রছাত্রীকে মিষ্টি খাওয়ান। তিনি বলেন, ‘‘ছোটদের কাছে সব থেকে আর্কষণের সামগ্রী হলো মোবাইল। সেই প্রলোভন জয় করাটা মোটেই ছোট ব্যাপার নয়।’’

কী বলছে মনোজ নিজে? সে জানায়, শিক্ষকমশাইরা তো শিখিয়েছেন না বলে অন্যের জিনিস নেওয়া পাপ। পড়ে থাকা জিনিসও তো অন্যের। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক দেবজিৎ চট্টোপাধ্যায় বলেন, ‘‘মনোজের জন্য আমাদের গর্বে আমাদের বুক ভরে উঠেছে।’’ একই প্রতিক্রিয়া মনোজের বাবা দিনমজুর হিরু দাসেরও। তিনি জানান, তাঁদের অভাবের সংসার। কিন্তু ছেলের ওই কাজের পর আর নিজেদের গরীব মনে হচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Little boy Return Mobile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE