Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুলিশের মানবিক মুখ দেখল সিউড়ি

ঝর্ণা হালদার, রীতা মিশ্ররা নামে পাড়ার অন্য বধূরা দুপুরে ও রাতের খাবার দেন। কিন্তু হাতের যন্ত্রণায় কাতরাতে থাকেন মহিলা।

 সেবা: মহিলাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। নিজস্ব চিত্র

সেবা: মহিলাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০১:২০
Share: Save:

রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এক প্রৌঢ়াকে হাসপাতালে পৌঁছে দিল পুলিশ। মঙ্গলবার দুপুরের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি ১ নম্বর ওয়ার্ডের বড়বাগান অমিতারঞ্জন পল্লিতে সোমবার সকাল ১০টা নাগাদ এসে পৌঁছন অপরিচিত ওই প্রৌঢ়া। কীভাবে তিনি সিউড়িতে পৌঁছলেন স্থানীয় বাসিন্দাদের কৌতুহলেও প্রথমে সে কথা জানাননি। বরং রাস্তায় একখণ্ড প্লাস্টিক বিছিয়ে শুয়ে পড়েন। স্থানীয় বধূ মানবী সরকার বলেন, ‘‘বহু জিজ্ঞাসা করার পরে অসংলগ্নভাবে উনি বলেন ওঁর নাম কমলা (পদবি বলতে পারেননি)। বাড়ি পূর্ব-বর্ধমানের কালনায়।’’ কেউ ওঁকে চিকিৎসা করাতে নিয়ে এসে এখানে ছেড়ে গিয়ে গিয়েছেন। বাকি কোনও কথাই তিনি বলেননি। যা বলেছেন সেগুলোও সব ঠিক কিনা সেটাও স্পষ্ট নয়।

ঝর্ণা হালদার, রীতা মিশ্ররা নামে পাড়ার অন্য বধূরা দুপুরে ও রাতের খাবার দেন। কিন্তু হাতের যন্ত্রণায় কাতরাতে থাকেন মহিলা। সকালে খবর পায় সংবাদমাধ্যম। এরপরেই এক অপরিচিত মহিলা এভাবে রাস্তায় পড়ে রয়েছেন খবর পায় পুলিশও। তারপরই তাঁকে উদ্ধার করে সিউড়ি জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ মহিলার পরিচয় জানার চেষ্টা করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Psychological disbalance সিউড়ি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE