Advertisement
১৮ এপ্রিল ২০২৪
প্রশ্নে পুলিশি নজরদারি

বেপরোয়া অটো প্রাণ নিল পুণ্যার্থীর

চালকের ডান দিকে এক জন। বাঁদিকে আর এক জন। সামনে-পিছনের সিট মিলিয়ে ছ’জন যাত্রী। হাইওয়ে ধরে ছুটে চলেছে অটোরিকশা।

নিজস্ব সংবাদদাতা
তারাপীঠ শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ০০:৪৬
Share: Save:

চালকের ডান দিকে এক জন। বাঁদিকে আর এক জন। সামনে-পিছনের সিট মিলিয়ে ছ’জন যাত্রী। হাইওয়ে ধরে ছুটে চলেছে অটোরিকশা। চালকের পকেটে আবার অটো নয়, দু’চাকার লাইসেন্স! এমন ঝুঁকির যাত্রাতেই তারাপীঠ থেকে বক্রেশ্বর যাওয়ার পথে পথ-দুর্ঘটনায় প্রাণ গেল এক যাত্রীর। বুধবার সকালে রানিগঞ্জ–মোরগ্রাম জাতীয় সড়কে মহম্মদবাজার থানার গণপুরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় অটোচালক এবং দু’জন যাত্রী গুরুতর জখম। অটোচালক ও এক মহিলা রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। অন্য মহিলাকে রামপুরহাট হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দিলীপ কুমার (৭১)। তিনি অবসরপ্রাপ্ত রেলকর্মী। বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দল থানার শ্যামনগরের পূর্বচন্ডী এলাকায়।

অটোয় যাত্রীদের মধ্যে ছিলেন সন্ধ্যা কুমার। এ দিন রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রৌঢ়া জানান, পূর্বচন্ডী এলাকা থেকে দুটি পরিবার মঙ্গলবার বিকালে তারাপীঠ আসে। মাতারার পুজো দেওয়ার পরে বুধবার সকালে তারাপীঠ থেকে বক্রেশ্বর যাওয়ার জন্য একটি অটো ভাড়া করে। অটোতে দুটি পরিবারের একজন কিশোরী-সহ ছ’জন যাত্রী ছিল। দুর্ঘটনার কথা যখন বলছেন, তখনও তিনি জানেন না তাঁর স্বামী দুর্ঘটনায় মারা গিয়েছেন। অভিজিত কুমার নামে প্রৌঢ়ার নাতি কথা বলার অবস্থায় ছিল না। হাসপাতালে দেখা পাওয়া যায়নি অটোর অন্যান্য যাত্রীদের।

হাসপাতালে চিকিৎসাধীন অটোচালক তারাপীঠ থানার সরলপুরের বাসিন্দা অক্ষয় মণ্ডল দুর্ঘটনা গ্রস্ত অটোটির মালিকও। জাতীয় সড়কে ছ’ জন যাত্রী চপিয়ে ১২০০ টাকা ভাড়ায় তারাপীঠ থেকে বক্রেশ্বর যাচ্ছিলেন তিনি। দু’চাকা চালানোর লাইসেন্স থাকলেও অটো চালানোর কোনও লাইসেন্স নেই বলে অক্ষয় মণ্ডল জানান। তিনি বলেন, ‘‘দু’মাস হল অটোটি কিনেছি। ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছি। ভাড়া পেয়েছিলাম। ভেবেছিলাম বক্রেশ্বরে রেখে দিয়ে চলে আসব। কিন্তু পথে যে এই ভাবে দুর্ঘটনা ঘটবে বুঝতে পারেনি।’’

তাঁর দাবি, বিপরীত দিক থেকে একটি ট্রাক দ্রুত গতিতে ওভারটেক করে অটোর সামনে চলে আসে। অক্ষয় বলেন, ‘‘এর পর আমি অটোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পরে রাস্তা থেকে নেমে গিয়ে অটোটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উলটে যায়। অটো থেকে কোনও ক্রমে নিজে বের হয়ে যাত্রীদের উদ্ধার করি।’’ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অটোটি উদ্ধার করে মহম্মদবাজার থানায় নিয়ে গিয়েছে। পরিবহণ আধিকারিক আশিস কুণ্ডু বলেন, ‘‘জাতীয় সড়কের উপর এ ভাবে অটো চালানো যায় না। এটা সম্পূর্ণ বেআইনি। পুলিশ ব্যবস্থা নিক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Reckless Auto Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE