Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জেলা সাঁতার শান্তিনিকেতনে

প্রলয়বাবু জানান, এ দিনের প্রতিযোগিতায় ৭১ জন প্রতিযোগীর মধ্যে থেকে ২১ জনকে বেছে নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে এরা রাজ্য স্তরে বীরভূম জেলার হয়ে প্রতিযোগিতা করবে। এ বারই প্রথম বীরভূম জেলা থেকে রাজ্য স্তরে সাঁতার প্রতিযোগিতার জন্য প্রতিযোগী পাঠানো চলছে।

লাফ: বিশ্বভারতীর সুইমিং পুলে দল নির্বাচন প্রতিযোগিতা। বুধবার। নিজস্ব চিত্র

লাফ: বিশ্বভারতীর সুইমিং পুলে দল নির্বাচন প্রতিযোগিতা। বুধবার। নিজস্ব চিত্র

অনির্বাণ সেন
শান্তিনিকেতন শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ০২:৩৬
Share: Save:

বিনয়ভবন সংলগ্ন বিশ্বভারতীর সুইমিং পুলে জেলা স্তরের একটি সাঁতার প্রতিযোগিতা হয়ে গেল বুধবার।

আয়োজক ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর গেম অ্যান্ড স্পোর্টস। অনূর্দ্ধ ১৫ ও অনূর্দ্ধ ১৭ এই সাঁতার প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল পঞ্চম থেকে দ্বাদশ থেকে শ্রেণির ৭১ জন প্রতিযোগী যোগ দেন। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বিশ্বভারতীর অধ্যাপিকা ও সুইমিং পুল কমিটির চেয়ারপার্সন সবুজকলি সেন, ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর গেম অ্যান্ড স্পোর্টসের সাধারণ সম্পাদক প্রলয় নায়েক, বিশ্বভারতীর কর্মী ভ্রমর ভাণ্ডারী-সহ অন্য বিশিষ্টরা।

সবুজকলি বলেন, ‘‘বিশ্বভারতীর সুইমিংপুল রাজ্যের অন্যতম ভালো সুইমিংপুলগুলির মধ্যে একটি। ভবিষ্যতে রাজ্য স্তরের সাঁতার প্রতিযোগিতাও এখানে করা হোক এই আবেদন রাখছি।’’ ভ্রমর বলেন, ‘‘আগামী দিনে বিভিন্ন ক্রীড়া প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাব এখানে প্রতিযোগিতা করুক আমারা তা চাইছি।’’

প্রলয়বাবু জানান, এ দিনের প্রতিযোগিতায় ৭১ জন প্রতিযোগীর মধ্যে থেকে ২১ জনকে বেছে নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে এরা রাজ্য স্তরে বীরভূম জেলার হয়ে প্রতিযোগিতা করবে। এ বারই প্রথম বীরভূম জেলা থেকে রাজ্য স্তরে সাঁতার প্রতিযোগিতার জন্য প্রতিযোগী পাঠানো চলছে।

প্লাস্টিক মুক্ত করতে। রাজনগরে দুটি বড় বাজার রয়েছে। একটি রাজনগর বাজার, অন্যটি তাঁতিপাড়া বাজার। এ বার বাজার-সহ জনপদ দুটিকে প্লাস্টিক মুক্ত করতে এবং অবর্জনা ব্যবস্থাপনায় আনতে চাইছে ব্লক প্রশাসন। মঙ্গলবার এ নিয়ে বৈঠক করে ব্লক প্রশাসন। ছিলেন রাজনগরের বিডিও দীনেশ মিশ্র। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্মল গ্রাম পঞ্চায়েত ঘোষিত হওয়ার পরের ধাপ প্লাস্টিক (বিশেষ করে ক্যারিব্যাগ, চায়ের কাপ, থার্মকলের থালা ইত্যাদি) ব্যবহারে কতটা ক্ষতি সেটা স্থানীয়দের বোঝানো। পাশাপাশি বাড়ির অবর্জনা (সেটা পচনশীল বা অপচনশীল) এখানে সেখানে না ফেলে পরিচ্ছন্ন রাখা য়ায় পরিবেশ সেটা জানাতেই বৈঠক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE