Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বাধা পেয়ে ফিরে এল হাতির দল

এগোতে গিয়ে গ্রামবাসীর বাধায় আবার পুরনো জায়গায় ফিরল হাতির দল। শুক্রবার রাতে জেলার ঢুকে পড়া হাতিগুলি বিষ্ণুপুর রেঞ্জ থেকে গোঁসাইপুর গ্রাম হয়ে দ্বারকেশ্বর পার হয়ে বাঁকুড়া উওর বন বিভাগের রাধানগর রেঞ্জের হিংজুড়ি গ্রামে যায়।

নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুর শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০১:৪৩
Share: Save:

এগোতে গিয়ে গ্রামবাসীর বাধায় আবার পুরনো জায়গায় ফিরল হাতির দল। শুক্রবার রাতে জেলার ঢুকে পড়া হাতিগুলি বিষ্ণুপুর রেঞ্জ থেকে গোঁসাইপুর গ্রাম হয়ে দ্বারকেশ্বর পার হয়ে বাঁকুড়া উওর বন বিভাগের রাধানগর রেঞ্জের হিংজুড়ি গ্রামে যায়। কিন্তু বাধা পেয়ে ফের দলটি ফিরে আশ্রয় নেয় বিষ্ণুপুর রেঞ্জের বাসুদেবপুর মৌজার ধোবাপুকুরের জঙ্গলে।

বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের খড়িকাশুলি গ্রামের কাছে হুলা পাটির সঙ্গে লুকোচরি করে জাতীয় সড়ক ৬০ পেরিয়ে জেলায় ঢুকেছিল শাবক-সহ ২২টি হাতি। প্রাথমিক ভাবে দু’টি ছোট দলে হাতিগুলি ভাগ হয়ে আলাদা ভাবে ঘাঁটি গেড়েছিল। অন্যদিকে বাঁকাদহ-জয়রামবাটি রাস্তা পেরিয়ে ১০টি হাতি চলে যায় বিষ্ণুপুর রেঞ্জের বাসুদেবপুর বিটের বাগডোবা চুয়াশোল গ্রাম লাগোয়া জঙ্গলে।

শুক্রবার সন্ধ্যায় দু’টি দলকে বাসুদেবপুর বিটের ধোবাপুকুরের জঙ্গলে জড়ো করে তাড়ানোর চেষ্টা শুরু করে হুলা পার্টির লোকজন। মেদিনীপুরের দিকে ফেরানোর চেষ্টা করা হলেও দলটি তা না করে দ্বারকেশ্বরের পাড়ে যায়।

সেখান থেকে ফের দু’টি দলে ভাগ হয়ে যায় হাতিগুলি। ৭টি হাতি যায় ক্ষিরাইবনি গ্রামের দিকে। ওই গ্রামের কাছে বেশ কিছু জমির সদ্য রোওয়া বোরো ধান নষ্ট করে হাতিগুলি। বাকি হাতিগুলি বিষ্ণুপুর রেঞ্জের গোঁসাইপুর গ্রামে এক ব্যক্তির আম বাগানে তাণ্ডব চালায়। সেখানেই দু’টি দল একসঙ্গে ফের মিলে যায়। দ্বারকেশ্বর পেরিয়ে দলটি হিংজুড়ির দিকে গ্রামে যায়।

কিন্তু আগেই থেকেই গ্রামবাসী বিষয়টি টের পাওয়ায় সেখানে জড়ো হয়েছিল। তাঁদের বাধায় দলটি ফের নদ পেরিয়ে বিষ্ণুপুরে ফেরে। প্রকাশ ঘাটের ফেরিঘাট দিয়ে ফেরার পথে কামারপুকুল গ্রামের সদ্য রোওয়া বোর ধান নষ্ট করে।

ডিএফও (বিষ্ণুপুর-পাঞ্চেত) নীলরতন পাণ্ডা বলেন, ‘‘হাতির দল স্বাভাবিক গতিতে নদ পেরিয়ে চলে গিয়েছিল। বাধা পাওয়ায় ফিরে এসেছে। আমাদের হাতি স্কোয়াডের লোকজন দলটির উপরে নজরে রাখছে।’’ হাতির হামলায় যাতে ফসলের ক্ষতি এড়ানো যায় সে জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Elephant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE