Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আসন রফা নিয়ে বাম-কংগ্রেসে জট

জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি এ দিন অভিযোগ করে বলেন, ‘‘রাজ্যে শাসক দল গুন্ডামি মস্তানি করে সমবায় থেকে স্কুল পরিচালন সমিতির নির্বাচনে বিরোধীদের মনোনয়নে বাধা প্রদান করেছে।

প্রচার: দেওয়াল-লিখন জানান দিচ্ছে এসে গেল ভোট। প্রার্থী তালিকা ঘোষণা করে নলহাটিতে মাঠে নেমে পড়েছে তৃণমূল। বিরোধীরা অবশ্য পিছিয়ে। বিজেপি ঘিরেছে দেওয়াল। কংগ্রেসের প্রচারে শুধুই প্রতীক।ছবি: সব্যসাচী ইসলাম

প্রচার: দেওয়াল-লিখন জানান দিচ্ছে এসে গেল ভোট। প্রার্থী তালিকা ঘোষণা করে নলহাটিতে মাঠে নেমে পড়েছে তৃণমূল। বিরোধীরা অবশ্য পিছিয়ে। বিজেপি ঘিরেছে দেওয়াল। কংগ্রেসের প্রচারে শুধুই প্রতীক।ছবি: সব্যসাচী ইসলাম

নিজস্ব সংবাদদাতা
নলহাটি শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০৩:১০
Share: Save:

সম্প্রতি রামপুরহাটের একটি কৃষি সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটির ভোট কিংবা মাড়গ্রামের একটি স্কুলে পরিচালন কমিটির নির্বাচনে শাসক দল তৃণমূল বিরুদ্ধে মনোনয়ন জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ এনেছিল বিরোধীরা। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে লড়াই এবং সম্প্রতি বিজেপি-র উত্থান রোধ করতে একক লড়াই সম্ভবও নয় কংগ্রেস এবং বামফ্রন্ট নেতৃত্বর সে কথাও জানা। তাই নলহাটি পুরনির্বাচনে নিজেদের মধ্যে জোট গড়ার প্রস্তুতি শুরু করেছিল উভয় দলের স্থানীয় নেতৃত্ব। কিন্ত আসন সমঝোতা নিয়ে এখনও পর্যন্ত রফা না হওয়ায় নলহাটিতে কংগ্রেস ও বামফ্রন্ট জোট এর ভবিষ্যত অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে।

জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি এ দিন অভিযোগ করে বলেন, ‘‘রাজ্যে শাসক দল গুন্ডামি মস্তানি করে সমবায় থেকে স্কুল পরিচালন সমিতির নির্বাচনে বিরোধীদের মনোনয়নে বাধা প্রদান করেছে। আসলে মানুষকে ভয় পেয়ে শাসক দল এই সমস্ত কার্যকলাপ করছে।”

জিম্মির দাবি, নলহাটি পুর এলাকায় কংগ্রেস মনোভাবাপন্ন মানুষের বসবাস বেশি। এবং নলহাটিতে দুটি পুর নির্বাচনে মানুষ কংগ্রেসের পক্ষে রায় দিয়েছিল। বর্তমানে শাসক দলের কার্যকলাপের বিরুদ্ধে কংগ্রেস কর্মীরা নলহাটিতে একক ভাবে লড়াই এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে, এখনও পর্যন্ত লিখিত ভাবে কংগ্রেস ও বামফ্রন্ট জোট গড়ে তোলার জন্য কোনও বৈঠক হয়নি। তবে নির্বাচনের মনোনয়নের দিন এখনও ঠিক হয়নি। তার আগে তৃণমূলের বিরুদ্ধে লড়াই এর জন্য জোট গড়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি।’’

এলাকার কংগ্রেস নেতৃত্ব ও সিপিএম নেতৃত্বের দাবি, তৃণমূলের বিরুদ্ধে একক ভাবে লড়াই করা যাবে না সেটা জেনেই এলাকার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে এর আগে সিপিএমের জেলা কমিটির সদস্য সনৎ প্রামাণিক এবং নলহাটি এরিয়া কমিটির সদস্য হরপ্রসাদ চট্টোপাধ্যায় বেশ কয়েকবার বৈঠক করেছেন। সেই বৈঠকে কিছুদিন আগে পর্যন্ত সিদ্ধান্ত হয় ১৬টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ৮টি সিপিএম ৪টি ও ফরওয়ার্ড ব্লক ৪টিতে যৌথ ভাবে লড়াই করবে। কিন্তু কে কোন ওয়ার্ডে লড়াই করবে এই নিয়ে বামফ্রন্ট নেতৃত্বর সঙ্গে কংগ্রেস নেতৃত্বর আসন সমঝোতা নিয়ে রফা না হওয়ায় জোটে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সিপিএম এর দাবি ৪, ১৩, ১৫, ১৬ —এই চারটি ওয়ার্ড আর ফরওয়ার্ড ব্লকের দাবি ১, ৬, ৮, ১৪— এই চারটি ওয়ার্ড এ তাদের প্রার্থী লড়াই করবে। সে নিয়ে কংগ্রেস নেতৃত্বর সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু এলাকার কংগ্রেস নেতৃত্ব ৬ নম্বর ওয়ার্ডে নিজেদের প্রার্থী দাঁড় করাতে চাইছে। কার্যত এই ৬ নম্বর ওয়ার্ড নিয়েই বিরোধ। দলীয় স্তরে মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস নেতৃত্ব এ নিয়ে বৈঠকে বসছে।
এবং বামফ্রন্ট নেতৃত্বও আজ আসন রফা নিয়ে বৈঠকে বসছেন। সিপিএমের জেলা কমিটির সদস্য সনৎ প্রামাণিক বলেন, ‘‘জোট গড়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্ততি চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE