Advertisement
২০ এপ্রিল ২০২৪

পরপর দু’দিন নির্জলা ঝালদা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝালদা পুর এলাকার ১২টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করে পুরসভা। স্থানীয় বাসিন্দারা জানান, কখনও কখনও পাইপ লাইনের কাজ চলায় দেরিতে জল আসে। রবিবার জল না আসায় প্রথমে অনেকে ভেবেছিলেন সে রকমের কিছু একটা হয়েছে।

শুকনো: অপেক্ষাই সার। ঝালদায় সোমবার।—নিজস্ব চিত্র

শুকনো: অপেক্ষাই সার। ঝালদায় সোমবার।—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঝালদা শেষ আপডেট: ৩০ মে ২০১৭ ০১:৫২
Share: Save:

টানা দু’দিন ধরে নির্জলা হয়ে রয়েছে ঝালদা। তীব্র গরমে রবিবার সকাল থেকেই পাড়ার কলে জল নেই। হাঁড়ি, বালতি নিয়ে অপেক্ষাই সার হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝালদা পুর এলাকার ১২টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করে পুরসভা। স্থানীয় বাসিন্দারা জানান, কখনও কখনও পাইপ লাইনের কাজ চলায় দেরিতে জল আসে। রবিবার জল না আসায় প্রথমে অনেকে ভেবেছিলেন সে রকমের কিছু একটা হয়েছে। কিন্তু বিকেল পেরিয়ে গেলেও জল আসেনি। রবিবার পুরসভা বন্ধ থাকায় কাউকে পাওয়া যায়নি।

সোমবারও জল না আসায় ক্ষোভ ছড়াতে শুরু করে বিভিন্ন এলাকায়। শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রীতা চট্টোপাধ্যায়, মীরা কান্দুরা বলেন, ‘‘এই গরমে দু’দিন জল না থাকার সমস্যাটা কী তা আমরাই বুঝছি। অথচ পুরসভা হাত গুটিয়ে বসে রয়েছে।’’ আগাম কোনও খবর না থাকায় কেউই জল ধরে রাখতে পারেননি। তাঁরা জানান, প্রায় এক কিলোমিটার দূর থেকে জল বয়ে আনতে হচ্ছে।

পুরপ্রধান সুরেশ অগ্রবাল জানিয়েছেন, শনিবারের ঝড়-বৃষ্টিতে মুরগুমা জলাধারে বিদ্যুতের তার ছিঁড়ে এই বিপত্তি। তিনি জানান, মেরামতির কাজ চলছে। সোমবার রাতের মধ্যে তা শেষ হয়ে যাওয়ার কথা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে তাঁর দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Water Crisis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE