Advertisement
২৬ এপ্রিল ২০২৪

গ্রেফতারের পরে মিছিল করলেন জয়

মাকড়া-কাণ্ডের প্রতিবাদে বিজেপি-র প্রতিবাদ মিছিলে হাঁটলেন জয় বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুরহাট শহরে ওই মিছিলের শেষে জয় একহাত নিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।

মিছিলের পরে।—নিজস্ব চিত্র।

মিছিলের পরে।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ০১:০১
Share: Save:

মাকড়া-কাণ্ডের প্রতিবাদে বিজেপি-র প্রতিবাদ মিছিলে হাঁটলেন জয় বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় রামপুরহাট শহরে ওই মিছিলের শেষে জয় একহাত নিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শাসক দলের দাপুটে নেতার উদ্দেশে তাঁর বার্তা, “আগামী দিনে আরাবুল ইসলামের মতো অনুব্রত মণ্ডলকেও তাঁর দল রেড কার্ড দেখাবে। সুতরাং ওঁকে বলছি, এখন থেকেই সাবধান হন। আগামী দিনে মানুষের জন্য ভাল কাজ করুন।” ঘটনাচক্রে এ দিনই জীবনে প্রথম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জয়। ১৪৪ ধারা অমান্য করে পাড়ুইয়ের মাখড়া গ্রামে ঢোকার সময় দলের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গেই পুলিশ তাঁকেও গ্রেফতার করে। ছাড়া পেয়ে সন্ধ্যায় মাখড়ার ঢুকতে না দেওয়া এবং ওই গ্রেফতারির প্রতিবাদে রামপুরহাটে দলের ওই প্রতিবাদ মিছিলে যোগ দেন জয় বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে পাঁচমাথা মোড়ে বক্তব্যও রাখেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, “আগামী দিনে বীরভূমে বিজেপি-র শক্ত ঘাঁটি হতে চলেছে। এখানেই নন্দীগ্রামের মতো রাজ্যের শাসক দলকে উত্‌খাত করার জন্য আন্দোলনের বীজ তৈরি হবে।” তাঁর অভিযোগ, “মাখড়া গ্রামে মানুষ মারা গিয়েছেন, অত্যাচারিত হয়েছেন। সেখানে নিরস্ত্র ভাবে ঢুকতে গিয়ে পুলিশ বাধা দিল। অথচ দু’দিন আগে সশস্ত্র লোকেদের গ্রামে ঢুকতে দিল।” এ দিনই দুপুরে মাখড়া গ্রামে বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধি দলকে গ্রেফতারের প্রতিবাদে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ময়ূরেশ্বর থানার মদিয়ান মোড়, রামপুরহাট লোটাস প্রেস মোড়ে দলীয় কর্মীরা আধ ঘণ্টারও বেশি সময় পথ অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে বিজেপি কর্মীদের কাছে দলীয় নেতৃত্বকে ছেড়ে দেওয়ার কথা জানালে অবরোধকারী তাদের আন্দোলন থেকে সরে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

makhra case joy bandopadhay
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE