Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগলে কী ভাবে তার মোকবিলা করা যাবে, সেই সম্পর্কে বিদ্যুৎকেন্দ্রের কর্মী ও শ্রমিকদের সচেতন করা হল। ডিভিসি-র রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের সিআইএসএফ ইউনিট এক সপ্তাহ ধরে ওই কর্মসূচি চালায়। স্থানীয় বাসিন্দাদেরও আগুন লাগলে কী ধরনের সতর্কতা নেওয়া উচিত তা প্রচার করা হয়। এ বিষয়ে প্রদর্শনী করেন সিআইএসএফ কর্মীরা। উপস্থিত ছিলেন সিআইএসএফ-র ডেপুটি কমাড্যান্ট সদবীর সিংহ আসওয়াল ও বিদ্যুৎকেন্দ্রের মুখ্য বাস্তুকার হিরন্ময় চট্টোপাধ্যায় প্রমুখ।

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৪ ০১:১১
Share: Save:

আগুন নেভাতে প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর


আগুন নেভানোর কসরৎ। রঘুনাথপুরে। —নিজস্ব চিত্র

বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগলে কী ভাবে তার মোকবিলা করা যাবে, সেই সম্পর্কে বিদ্যুৎকেন্দ্রের কর্মী ও শ্রমিকদের সচেতন করা হল। ডিভিসি-র রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের সিআইএসএফ ইউনিট এক সপ্তাহ ধরে ওই কর্মসূচি চালায়। স্থানীয় বাসিন্দাদেরও আগুন লাগলে কী ধরনের সতর্কতা নেওয়া উচিত তা প্রচার করা হয়। এ বিষয়ে প্রদর্শনী করেন সিআইএসএফ কর্মীরা। উপস্থিত ছিলেন সিআইএসএফ-র ডেপুটি কমাড্যান্ট সদবীর সিংহ আসওয়াল ও বিদ্যুৎকেন্দ্রের মুখ্য বাস্তুকার হিরন্ময় চট্টোপাধ্যায় প্রমুখ।

দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর

ময়ূরেশ্বর ১ ব্লকের বিডিও-র উপস্থিতিতে মঙ্গলবার দুরখি গ্রাম লাগোয়া ঝিলগাড়া কাঁদরের ধারে মাটি খুঁড়ে এক যুবকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, বাসিন্দাদের কাছ থেকে খবর পেলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় সোমবার দেহ উদ্ধার করা যায়নি। ৫-৭ দিন আগে শ্বাসরোধ করে খুন করে মাটি চাপা দেওয়া হয় বলে অনুমান।

মদনের সভা
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

মঙ্গলবার আমোদপুরে ও কীর্ণাহারে সভা করেন মন্ত্রী মদন মিত্র। বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি তিনি। রাজনাথ প্রসঙ্গে তিনি বলেন, “১৪ পুরুষ এলেও বীরভূমে ১০ হাজার কেন ১০টিও ভোট পাবে না বিজেপি।”


পিচ গলা দুপুর। মঙ্গলবার বাঁকুড়ার ধলডাঙায়। ছবি: অভিজিৎ সিংহ


নকল ইভিএম নিয়ে বোলপুর কেন্দ্রে প্রচারে যাচ্ছেন সিপিএমের কর্মী-সমর্থকেরা।
মঙ্গলবার সিউড়িতে দলীয় কার্যালয়ে ছবিটি তুলেছেন দয়াল সেনগুপ্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE