Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টিকিট কেটে ট্রেনে প্রচার কংগ্রেস প্রার্থীর

ইতিমধ্যেই নিজের নির্বাচনী ক্ষেত্রে কখনও পায়ে হেঁটে, কখনও নানা গাড়িতে করে প্রচার করেছেন। রোড়-শো থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মিসভা করেছেন। বোলপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তপন সাহা। যুব প্রজন্মের মন পেতে স্যোশাল নেটওয়ার্কিং সাইটকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এ বার প্রচারের জন্য সওয়ার হলেন লোকাল ট্রেনে।

ট্রেনে প্রার্থী তপন সাহা। বুধবার ছবিটি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী।

ট্রেনে প্রার্থী তপন সাহা। বুধবার ছবিটি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী।

মহেন্দ্র জেনা
বোলপুর শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৪ ০০:১৪
Share: Save:

ইতিমধ্যেই নিজের নির্বাচনী ক্ষেত্রে কখনও পায়ে হেঁটে, কখনও নানা গাড়িতে করে প্রচার করেছেন। রোড়-শো থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মিসভা করেছেন। বোলপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তপন সাহা। যুব প্রজন্মের মন পেতে স্যোশাল নেটওয়ার্কিং সাইটকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। এ বার প্রচারের জন্য সওয়ার হলেন লোকাল ট্রেনে।

বুধবার সকাল সকাল বোলপুর স্টেশনে দলের নেতাকর্মী, সমর্থকদের নিয়ে হাজির তপনবাবু। তাঁকে দেখে কপালে ভাঁজ স্টেশনের সিংহভাগ কর্মচারীদের। প্রাক্তন পুরপ্রধান তথা জেলা আইএনটিইউসি নেতা তপনবাবুকে দেখে তাঁদের সন্দেহ হয়, রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরীর কোনও কর্মসূচি রয়েছে না কি! এই ভেবে কর্মচারীরা স্টেশন চত্বর পরিষ্কার করতে শুরু করে দেন। পরেই যে যাঁর নিজেদের কাজে মগ্ন হয়ে পড়েন। এ সব দেখে প্রার্থীর পাশে দাঁড়িয়ে মুচকি হাসলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য।

বীরভূম কেন্দ্রের কংগ্রেসের কর্মী-সমর্থকদের মতো ট্রেন ঢোকার কথা ভেসে আসতেই বোলপুরের কর্মী-সমর্থকেরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলেন। তবে বীরভূম কেন্দ্রে স্টেশনে প্রার্থী ছিলেন না। এখানে ছিলেন। একটি লোকাল ট্রেন ঢুকতেই নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে গুটি গুটি পায়ে ওই ট্রেনে উঠে পড়লেন তপনবাবু। এ দিকে, কিছুক্ষণ অপেক্ষা করার পরেও দুঃশ্চিন্তা কাটছিল না রেলের কর্মীদের। তাঁরা অপেক্ষায় ছিলেন কখন মন্ত্রী আসবেন। আচমকা ওই সময়ে এক কর্মী এসে জানালেন, বোলপুর থেকে আমোদপুর পর্যন্ত পনেরোর কিছু বেশি টিকিট একসঙ্গে কাটা হয়েছে। সম্ভবত প্রার্থীর প্রচারের জন্য এমনটা হতে পারে। কোনও মন্ত্রী আসছেন না। ‘আশঙ্কার ঘোর’ কাটার আগেই অবশ্য বোলপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ওই ট্রেনে উঠে কাউকে জোড় হাতে নমস্কার তো কাউকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন তপনবাবু। আবার যাত্রীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে নিজেকে, নিজের দলকে লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আর্জি রাখছেন তপনবাবু। এ সব দেখেই স্বস্তি ফিরল কর্মীদের মধ্যে।

এ দিকে, প্রার্থী তপনবাবু গন্তব্য আমোদপুর পর্যন্ত কখনও কোপাই স্টেশনে নেমে ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে আলাপ আলোচনা এবং প্রচার পর্ব সারা, তো কখনও আবার বিধানসভা ভোটের শরিক তৃণমূলকে একটিও ভোট নয় বলে সাবধান করেদিচ্ছেন যাত্রীদের। তবে এদিন স্টেশনের কর্মীদের কাজকর্ম দেখে কিশোর ভট্টাচার্য, বোলপুর পুরসভার বিরোধী দলনেতা মহম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা টিকিট কেটে লোকসভা নির্বাচনে দলের এবং দলীয় প্রার্থীর প্রচারের জন্য সওয়ার হয়েছি। তবে কোনও মন্ত্রী বা আমলার আচমকা সফর ভেবে যদি যাত্রীরা সুষ্ঠু পরিষেবা পান, স্টেশন চত্বর পরিষ্কার থাকে তাতে তো সকলের ভালই। আমাদের উদ্দেশ্য সফল হলেই পরিশ্রম সার্থক হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mahendra jena campaign in train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE