Advertisement
২৫ এপ্রিল ২০২৪

দামোদরে ডুবে মৃত্যু ভাইবোনের

অষ্টমঙ্গলার আবির খেলার পর্ব শেষ হতে পরিবারের লোকেদের সঙ্গে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাইবোন। শুক্রবার ঘটনাটি ঘটেছে মেজিয়ার শ্যামাপুরে। পুলিশ জানিয়েছে, মৃত প্রদীপ গরাই (১৭) বর্ধমানের লাউদোহা থানার ইছাপুরের বাসিন্দা। প্রদীপের সঙ্গেই তলিয়ে মারা গিয়েছে তার মামাতো বোন রূপা গরাই (১৪)। তার বাড়ি শ্যামাপুরেই।

নিজস্ব সংবাদদাতা
মেজিয়া শেষ আপডেট: ১২ জুলাই ২০১৪ ০১:২৭
Share: Save:

অষ্টমঙ্গলার আবির খেলার পর্ব শেষ হতে পরিবারের লোকেদের সঙ্গে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাইবোন। শুক্রবার ঘটনাটি ঘটেছে মেজিয়ার শ্যামাপুরে। পুলিশ জানিয়েছে, মৃত প্রদীপ গরাই (১৭) বর্ধমানের লাউদোহা থানার ইছাপুরের বাসিন্দা। প্রদীপের সঙ্গেই তলিয়ে মারা গিয়েছে তার মামাতো বোন রূপা গরাই (১৪)। তার বাড়ি শ্যামাপুরেই।

মৃতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রদীপ দশম ও রূপা অষ্টম শ্রেণির পড়ুয়া। এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে পরিবারের সঙ্গে মামাবাড়িতে এসেছিল প্রদীপ। শুক্রবার ছিল অষ্টমঙ্গলা। সেই উপলক্ষে সকাল থেকেই বাড়িতে ছিল আনন্দের রোল। প্রথামাফিক পরিবারের লোকেদের সঙ্গে আবির খেলে বর-কনে সহ সকলে মিলে স্নান করতে গিয়েছিলেন শ্যামাপুর লাগোয়া দামোদর নদের ঘাটে। পরিবারের ছোটরা জলে নেমে খেলা করছিল। কিছুক্ষণের মধ্যেই প্রদীপ ও রূপা বাড়ির লোকেদের চোখের আড়াল হয়ে যায়। সবার অলক্ষে তারা নদীর মাঝে গিয়ে তলিয়ে যায়।

তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন বাড়ির লোকজন। স্নান করে নিজেরাই হয়তো বাড়ি ফিরে গিয়েছে ভেবে বাড়িতেও ভাইবোনের খোঁজ করতে যান অনেকে। কিন্তু তাদের হদিস মেলেনি। কিছুক্ষণের মধ্যে বাড়ির লোকেরাই মাঝ দামোদরে ওই দু’জনকে ভাসতে দেখে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলে পুলিশ আসে এবং প্রদীপ ও রূপাকে মেজিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। চিকিৎসকেরা জানান, তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবার তো বটেই, শোকের ছায়া নেমেছে গোটা শ্যামাপুর গ্রামেই।

ঘটনার পরে কথা বলার মতো অবস্থায় ছিলেন না পরিবারের কেউ। নিজের নাতি-নাতনিকে হারিয়ে শোকে পাগল দাদু বুধন গরাই কান্নায় ভেঙে পড়ে বলেন, “কী বিরাট বিপর্যয় হয়ে গেল আমাদের। এখন আমরা কী করে বাঁচব জানি না।” মেজিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য, শ্যামাপুরের বাসিন্দা প্রদীপ হালদার বলেন, “নদের মধ্যে এক বিরাট গর্ত রয়েছে। পরিবারের লোকের দৃষ্টি এড়িয়েই দু’জনে জলে খেলতে খেলতে ওই গর্তে চলে গিয়েছিল। আর উঠতে পারেনি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

drowning brother sister damodar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE