Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ বিজেপির

মিথ্যা মামলায় দলের কর্মীদের ফাঁসানো বন্ধ করা, এলাকায় রাজনৈতিক সন্ত্রাস দূর করতে পুলিশকে কার্যকরী ভূমিকা নেওয়া, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা-সহ চার দফা দাবিতে রবিবার বাঁকুড়ার বারিকুল থানার মণ্ডলডিহা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকেরা। পরে বিজেপির রাইপুর ব্লক সভাপতি বিবেকানন্দ পাত্র, জেলা কমিটির সদস্য ক্ষীতিশ পাত্রের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল পুলিশকে স্মারকলিপি দেয়।

নিজস্ব সংবাদদাতা
বারিকুল শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৪ ০১:০৪
Share: Save:

মিথ্যা মামলায় দলের কর্মীদের ফাঁসানো বন্ধ করা, এলাকায় রাজনৈতিক সন্ত্রাস দূর করতে পুলিশকে কার্যকরী ভূমিকা নেওয়া, সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা-সহ চার দফা দাবিতে রবিবার বাঁকুড়ার বারিকুল থানার মণ্ডলডিহা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকেরা। পরে বিজেপির রাইপুর ব্লক সভাপতি বিবেকানন্দ পাত্র, জেলা কমিটির সদস্য ক্ষীতিশ পাত্রের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল পুলিশকে স্মারকলিপি দেয়।

এ দিন দুপুরে শতাধিক বিজেপি কর্মী-সমর্থক ফুলকুসমা বাজার থেকে মিছিল করে মণ্ডলডিহা পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হন। ফাঁড়ির সামনেই মাইক লাগিয়ে বক্তব্য পেশ করেন বিজেপি নেতারা। এলাকায় রাজনৈতিক সন্ত্রাস নিয়ে নানা অভিযোগ তোলেন তাঁরা। বক্তৃতা শেষে ফাঁড়িয়ে গিয়ে বিজেপি নেতারা বারিকুল থানার ওসি সলিল পালের কাছে স্মারকলিপি জমা দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিবেকানন্দবাবুর অভিযোগ, “জঙ্গলমহলে এখন বিরোধী দলের কর্মী-সমর্থকদের জব্দ করার জন্য তৃণমূলের লোকেরা নানা মিথ্যা অভিযোগ করছে। পুলিশ সেই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাদের দলের কর্মী-সমর্থকদের হয়রানি শুরু করেছে।” তিনি জানান, এলাকায় রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করার পাশাপাশি পুলিশকে নিরপেক্ষ ভাবে কাজ করার দাবি জানিয়ে এ দিন বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বিজেপি-র অভিযোগ উড়িয়ে রাইপুর ব্লকের তৃণমূল নেতা অনিল মাহাতোর দাবি, “আমাদের মা-মাটি-মানুষের সরকারের আমলে জঙ্গলমহল এখন পুরোপুরি শান্ত। এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের নামগন্ধ নেই। তা সত্ত্বেও নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে এ দিন মিছিল করে বিজেপি। আমাদের দলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে স্মারকলিপিও দিয়েছে।” খাতড়ার এসডিপিও কল্যাণ সিংহরায় বলেন, “জঙ্গলমহলে আইনশৃঙ্খলার পরিস্থিতি এখন যথেষ্ট ভাল। তবে, বিজেপি যে-সব দাবি করেছে, সেগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” বিজেপি-র এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp barikul mangaldiha agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE