Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রাস্তা নিয়ে বিবাদ, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ

রাস্তা তৈরি নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে বিবাদের জেরে উত্তেজনা ছড়িয়েছে হুড়া ব্লকের লধুড়কা পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের লধুড়কা অঞ্চলের সভাপতি কার্তিক মুখোপাধ্যায়-সহ কিছু কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে তাদের এক কর্মীকে মারধর করার অভিযোগ দায়ের করেছে বিজেপি। অন্য দিকে, বিজেপি-র বিরুদ্ধে রাস্তা তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ জানিয়েছেন কিছু শ্রমিক। পুলিশ জানিয়েছে, দু’টি অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

কাজ কিন্তু থেমে নেই। মঙ্গলবার প্রদীপ মাহাতোর তোলা ছবি।

কাজ কিন্তু থেমে নেই। মঙ্গলবার প্রদীপ মাহাতোর তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
হুড়া শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৪ ০১:২৩
Share: Save:

রাস্তা তৈরি নিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে বিবাদের জেরে উত্তেজনা ছড়িয়েছে হুড়া ব্লকের লধুড়কা পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের লধুড়কা অঞ্চলের সভাপতি কার্তিক মুখোপাধ্যায়-সহ কিছু কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে তাদের এক কর্মীকে মারধর করার অভিযোগ দায়ের করেছে বিজেপি। অন্য দিকে, বিজেপি-র বিরুদ্ধে রাস্তা তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ জানিয়েছেন কিছু শ্রমিক। পুলিশ জানিয়েছে, দু’টি অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

পঞ্চায়েত সূত্রের খবর, সম্প্রতি লধুড়কা থেকে শুশুনিয়া গ্রাম পর্যন্ত কাঁচা রাস্তা তৈরি করছে লধুড়কা গ্রাম পঞ্চায়েত। মোরাম ও পাথর দিয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে। খরচ হবে ৪ লক্ষ ৩৮ হাজার টাকা। গত ২ জুলাই বিজেপি-র তরফে হুড়ার বিডিও-র কাছে অভিযোগ জানানো হয়েছিল, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি তৈরি করাচ্ছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। ওই দিনই ব্লক কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময়ে বিজেপি-র কর্মীদের সাথে তৃণমূলের বিবাদ বেধেছিল। কিন্তু, পুলিশের হস্তক্ষেপে বিবাদ বেশিদূর গড়ায়নি।

সোমবার ফের বিবাদ বাধে দু’দলের। বিজেপি-র অভিযোগ, ওই দিন তাদের দলীয় কর্মী শান্তনু মুখোপাধ্যায়কে মারধর করে তৃণমূল। বিজেপি-র পুরুলিয়া জেলা কমিটির সদস্য দিবাকর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “সোমবার রাস্তা তৈরির কাজ শুরু হলে বিষয়টি নিয়ে খোঁজ নিতে গিয়েছিলেন আমাদের কর্মীরা। তৃণমূলের অঞ্চল সভাপতি কার্তিকবাবু দলবল নিয়ে চড়াও হয়ে আমাদের দলীয় পতাকা ফেলে দেন। শান্তনুকে মারধর করা হয়।” সোমবার বিকালে এলাকায় যান বিজেপি-র জেলা সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “লধুড়কায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করছে তৃণমূলের পঞ্চায়েত। তাই আমাদের কর্মীরা বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগের তদন্ত হয়নি। তারই মধ্যে ফের ওই সামগ্রী দিয়েই রাস্তা তৈরির কাজ শুরু করিয়েছিল তৃণমূল। আমাদের কর্মীরা ওই ঘটনা নিয়ে খোঁজখবর করছিলেন। সেই রাগেই তাঁদের হুমকি দিয়ে এক কর্মীকে মারধর করেছে তৃণমূল।”

অভিযোগ অস্বীকার করে কার্তিকবাবু বলেন, “আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানি না। ওই দিন ঘটনাস্থলেই যাইনি।” তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মী শান্তনুবাবু রাস্তা তৈরিতে নিযুক্ত শ্রমিকদের মজুরি কম পাওয়া নিয়ে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন। শ্রমিকেরাই তার প্রতিবাদ করেছেন। হুড়ার বিডিও সুব্রত পালিত বলেন, “নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা তৈরির অভিযোগ পাওয়ার পরে সেই উপকরণের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।” তবে, রাস্তা তৈরির কাজ বন্ধ হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp activists attacked dispute over road hura
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE