Advertisement
২০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

আট মাসের মধ্যে নাবালিকাকে ধর্ষণের একটি মামলায় এক প্রৌঢ়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিল সিউড়ির বিশেষ আদালত। মঙ্গলবার বিশেষ আদালতের বিচারক মহানন্দ দাস ওই সাজা শোনান।

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০২:৩১
Share: Save:

নাবালিকা ধর্ষণে আট মাসে সাজা
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি

দোষী কাবিল মোল্লা।

নিজস্ব চিত্র।

আট মাসের মধ্যে নাবালিকাকে ধর্ষণের একটি মামলায় এক প্রৌঢ়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিল সিউড়ির বিশেষ আদালত। মঙ্গলবার বিশেষ আদালতের বিচারক মহানন্দ দাস ওই সাজা শোনান। সাজাপ্রাপ্ত প্রৌঢ় কাবিল মোল্লার বাড়ি বোলপুর থানা এলাকায়। মামলার সরকারি আইনজীবী রঞ্জিত গঙ্গোপাধ্যায় জানান, গত ফেব্রুয়ারি মাসে এক নাবালিকা অভিযুক্তের দোকানে ডিম কিনতে গিয়েছিল। সেই সময় তাকে দোকানের মধ্যেই ধর্ষণ করে বছর পঞ্চান্নের কাবিল মোল্লা। ঘটনার কথা কাউকে জানালে ওই নাবালিকাকে প্রাণে মারার হুমকিও কাবিল দিয়েছিল। মেয়ের মুখ থেকে ঘটনার কথা শুনে গত ১১ ফেব্রুয়ারি নির্যাতিতার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর পরেই গ্রেফতার হয় অভিযুক্তকে। এই মামলায় মোট ১১ জন সাক্ষ্য দিয়েছেন। সোমবারই বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার বিচারক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও এক বছর কারাবাসের নির্দেশও দিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারকেও নির্যাতিতা নাবালিকাকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

পাথর শিল্পাঞ্চল খোলার দাবি
নিজস্ব সংবাদদাতা • মুরারই

পাথর ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে স্থানীয় ট্রাক মালিকদের দ্বন্দ্বে এক মাসের বেশি সময় মুরারই থানার রাজগ্রাম পাথর শিল্পাঞ্চল বন্ধ আছে। এর ফলে রাজগ্রামের অর্থনীতি ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি রাজগ্রাম ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের। সংগঠনের সভাপতি গোবিন্দলাল বিশ্বাস বলেন, “রাজগ্রাম এলাকার পাথর শিল্পাঞ্চলের উপর এলাকার যাবতীয় ব্যবসা অর্থনীতি নির্ভর করছে। এর ফলে এলাকার প্রায় ৮০ শতাংশ ব্যবসায় সমস্যা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিডিও এবং এসডিওকে জানানোর পরেও পাথর শিল্পাঞ্চল খোলা নিয়ে কিছু হচ্ছে না।” অন্য দিকে, পাথর শিল্পাঞ্চল এলাকায় রাস্তা সংস্কারের কাজ দ্রুত শেষ করার জন্য প্রশাসনকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রাজগ্রাম পাথর ব্যবসায়ী মালিক সমিতির সম্পাদক আসগর আলি। ডিএম পি মোহন গাঁধী বলেন, “বিডিও উভয় পক্ষকে নিয়ে বসে ছিলেন। কিন্তু কোনও সমাধান সূত্র মেলেনি। মহকুমাশাসককে বিষয়টি দেখতে বলা হবে।”

টাকা ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • মুরারই

ব্যাঙ্কে ওঠার সময়ে ছিনতাই হয়ে গেল স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের ১০ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে মুরারই থানার রাজগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। রাজগ্রাম পঞ্চায়েতের প্রধান মৌলুদা বেগম জানান, গোপালপুর গ্রামের তোতা স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী এ দিন দুপুরে রাজগ্রাম বাজার এলাকার একটি ব্যাঙ্কের দোতলার সিঁড়িতে ওঠার সময় দুষ্কৃতীরা ওই মহিলার কাছে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে পালায়। পুলিশ জানায়, এখনও লিখিত অভিযোগ হয়নি। কী হয়েছে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

ফুটওভার ব্রিজের দাবি টামনা স্টেশনে
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

পুরুলিয়া-চান্ডিল শাখায় টামনা স্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে মঙ্গলবার টামনার স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল বিজেপি। দলের পুরুলিয়া ১ মণ্ডলের সাধারণ সম্পাদক ফুলচাঁদ মাহাতো জানিয়েছেন, টামনা রেলস্টেশনটি ডুঁড়কু মোড় ও টামনা মোড়ের মাঝামাঝি এলাকায়। এই স্টেশন দিয়ে শুধু এই এলাকার মানুষজনই নন, বান্দোয়ান, মানবাজার, কেন্দা, আড়শার অনেকে বাসিন্দাও যাতায়াত করেন। কিন্তু, টামনা স্টেশনে কোনও ফুট ওভারব্রিজ না থাকায় প্ল্যাটফর্মের দু’দিকে যাতায়াতের জন্য যাত্রীদের প্রচণ্ড অসুবিধায় পড়তে হয়। স্টেশন ম্যানেজার শিশিররঞ্জন দে জানিয়েছেন, স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

প্রতিবন্ধীদের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া

প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্র ও স্কুলের প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পোশাক বিতরণ করল বড়জোড়ার প্রতিবন্ধীদের স্কুল ‘আশার আলো’। সম্প্রতি বড়জোড়ার কমিউনিটি হলে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়, বাঁকুড়া সদর মহকুমাশাসক অভিজিত্‌ মুখোপাধ্যায়, জেলা জনশিক্ষা ও গ্রন্থাগার আধিকারিক নিখিলকুমার মণ্ডল, জেলা সমাজ কল্যাণ আধিকারিক সুরেন্দ্রকুমার ভকত প্রমুখ। এলাকার দু’জন ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয় ও বিধায়কের এলাকা উন্নয়নের তহবিল থেকে স্কুলের একটি নতুন শ্রেণিকক্ষের উদ্বোধন হয়।

ট্রাক্টরের চাকায় শ্রমিকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা

ট্রাক্টরের চাকায় চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার পুঞ্চা থানার পোড়াডি বাজারের মধ্যে। মৃতের নাম বৈদ্যনাথ মুর্মু (৪৮)। তাঁর বাড়ি পুঞ্চা থানার উপরবাইদ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈদ্যনাথবাবু কাজ সেরে অন্য শ্রমিকদের সঙ্গে ট্রাক্টরে চেপে বাড়ি ফিরছিলেন। পোড়াডি বাজারের মধ্যে হঠাত্‌ চালক ব্রেক কষায় তিনি ট্রাক্টরের নীচে পড়ে যান। ট্রাক্টরের চাকা তাঁকে পিষে দেয়। পুলিশ জানিয়েছে, ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক পলাতক।

বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • পাড়া

বাড়ির মধ্যে মিলল এক বধূর ঝুলন্ত দেহ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শম্পা দত্ত (২৫)। তাঁর বাড়ি পাড়া থানার আনাড়া শ্যামপুর গ্রামে। মঙ্গলবার সকালে বাড়ির মধ্যে তাঁর ঝুলন্ত দেহ দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল ওই বধূর। তাই এ দিন দেহ উদ্ধারের পরে দেহের ম্যাজিস্ট্রেট পর্যায়ের সুরতহাল করা হয়। তার পরে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই বধূ আত্মহত্যা করছেন। তবে জেলা পুলিশের এক আধিকারিক জানান, বধূর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শৌচালয় গড়তে নয়া উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর

এক দিনে ৮২০টি ঘরে শৌচালয় গড়ার কাজ শুরু করল বাঁকুড়া ১ ব্লক প্রশাসন। মঙ্গলবার এই উপলক্ষে ব্লক কার্যালয়ে একটি অনুষ্ঠান করা হয়। বিডিও সুপ্রভাত চট্টোপাধ্যায় জানান, এই ব্লকে মোট ৮২টি গ্রাম সংসদ রয়েছে। সংসদের প্রতিজন প্রতিনিধিকে নিজের নিজের এলাকায় ১০টি করে বাড়িতে শৌচালয় গড়ার কাজ শুরু করতে বলা হয়েছিল। এ দিন সেই কাজ শুরু হল। তিনি বলেন, “গ্রামস্তরের জনপ্রতিনিধিরা যত বেশি যুক্ত হবেন, তত প্রকল্পের গতি বাড়বে।”

বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পাড়া

বজ্রাঘাতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পাড়া থানার ধুলাবাইদ গ্রামের ঘটনা। মৃতার নাম দুগাই বাউরি (৬২)। মাঠ থেকে গোরু নিয়ে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয় তাঁর।

বিষ্ণুপুরের লজে হানা

বেসরকারি কিছু লজে অসামাজিক কাজকর্ম চলছে, এ রকম অভিযোগ আগেও উঠেছে। এ বার নড়েচড়ে বসল প্রশাসন। বিষ্ণুপুরের মহকুমাশাসক থানার আইসি স্বপন দত্তকে সঙ্গে নিয়ে রবিবার রাতে শহরের দু’টি লজে তল্লাশি চালিয়ে আপত্তিজনক অবস্থায় ১৮ জন পুরুষ ও মহিলাকে গ্রেফতার করেছেন। মহকুমাশাসক পলাশ সেনগুপ্ত বলেন, “ইমমরাল ট্র্যাফিকিং অ্যাক্টে সকলকে ধরা হয়েছে। লজের খাতায় কোনও রেকর্ড না থাকায় একটি লজের ম্যানেজার ও বার ম্যানেজারকেও গ্রেফতার করা হয়েছে। অন্য একটি লজের ম্যানেজার তল্লাশি চলাকালীনগা ঢাকা দেন। তাঁর খোঁজ চলছে।” পুলিশ জানিয়েছে, ধৃতদের অধিকাংশই বহিরাগত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE