Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কেন্দ্রের পুরস্কার জেলা পরিষদকে, খুশি বীরভূম

আগামী ২৪ মে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রকের আমন্ত্রণে মধ্যপ্রদেশের জব্বলপুরে গিয়ে ওই পুরস্কার নেবেন জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি বিকাশ রায়চৌধুরী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দয়াল সেনগুপ্ত
সিউড়ি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০১:৫৪
Share: Save:

কাজের নিরিখে রাজ্যের অন্য জেলা পরিষদগুলিকে পিছনে ফেলে কেন্দ্রীয় সরকারের ‘দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত স্বশক্তিকরণ পুরস্কার’ জিতে নিল বীরভূম জেলা পরিষদ। গত বারও ওই পুরস্কার পেয়েছিল বীরভূম জেলা পরিষদ।

আগামী ২৪ মে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রকের আমন্ত্রণে মধ্যপ্রদেশের জব্বলপুরে গিয়ে ওই পুরস্কার নেবেন জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। পরপর দু’বার এই পুরস্কার পাওয়ার খবরে উচ্ছ্বসিত বিকাশবাবু বলেন, ‘‘ভাল কাজের জন্য সর্বভারতীয় মানচিত্রে বীরভূম জেলা হিসেবে জায়গা পাওয়ায় আমরা গর্বিত।’’ অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) দীপ্তেন্দু বেরা বলেন, ‘‘পরিকল্পনা রূপায়ণ ও তদারকি, প্রতিটি স্তরে ভাল কাজ করে সেরা হওয়া খুবই তৃপ্তিদায়ক। পর পর দু’বছর এই পুরস্কারপ্রাপ্তিতে আমরা আনন্দিত।’’

শুধু জেলা পরিষদ নয়, পুরস্কার পাচ্ছে রামপুরহাট ২ পঞ্চায়েত সমিতিও। প্রশাসনিক সূত্রে খবর, ওই বিভাগে রাজ্য থেকে আর একটি মাত্র পঞ্চায়েত সমিতিই ওই পুরস্কার পাচ্ছে— পুরুলিয়ার রঘুনাথপুর ২ পঞ্চায়েত সমিতি। সামগ্রিক বিকাশের জন্যই পুরস্কার পাচ্ছে ওই দু’টি পঞ্চায়েত সমিতি। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত স্তরে কেন্দ্রীয় তালিকায় রাজ্য থেকে বীরভূমেরই দু’টি পঞ্চায়েত স্থান করে নিয়েছে। ই-গভর্নেন্সের জন্য পুরস্কার পাচ্ছে সিউড়ি ২ ব্লকের দমদমা। সাধারণ বিভাগে পুরস্কার পাচ্ছে ইলামাবাজার। গত বারও ইলামবাজার গ্রাম পঞ্চায়েত পুরস্কার জিতেছিল। এ বার বীরভূমের দু’টি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পুরস্কারের তালিকায় রয়েছে পুরুলিয়ার কাশীপুর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতও।

এ ছাড়াও রাজ্য থেকে ‘নাঞ্জিমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার’ পাচ্ছে পূর্ব বর্ধমানের কালনা ২ ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েত। ২০১৬-১৭ আর্থিক বর্ষে বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের ভিত্তিতে ওই পুরস্কার দেওয়া হচ্ছে। গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পুরস্কারের তালিকায় স্থান পেয়েছে দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা ব্লকের দিগম্বর গ্রাম পঞ্চায়েত।

প্রতি বছর সার্বিক উন্নয়নের নিরিখে রাজ্যের একটি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতকে পুরস্কৃত করে কেন্দ্র। পঞ্চায়েতগুলির ক্ষেত্রে অবশ্য সার্বিক উন্নয়নের পাশাপাশি কোনও একটি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালনের বিষয়ও বিবেচিত হয়। গ্রাম সংসদের সভা আহ্বান থেকে শুরু করে পানীয় জল, রাস্তাঘাট, শৌচাগার নির্মাণ-সহ সার্বিক উন্নয়নের নথি দিয়ে অন-লাইনে আবেদন করতে হয় ত্রিস্তরীয় পঞ্চায়েতগুলিকে। আবেদন খতিয়ে দেখে পঞ্চায়েতের ক্ষেত্রে ব্লক, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে জেলা এবং জেলা পরিষদের ক্ষেত্রে রাজ্য প্রশাসন সেরাদের নাম পাঠায় কেন্দ্রীয় স্তরে। কেন্দ্রীয় সরকারের বিশেষ কমিটি মনোনয়নগুলি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার পরে পুরস্কারের জন্য ঘোষিত হয় নাম।

রামপুরহাট ২ ব্লকের পঞ্চায়েত সমিতির বিদায়ী সভানেত্রী দৌলতুনন্নেষা নূরি বলছেন, ‘‘পিছিয়ে পড়া ব্লক ছিল এটি। সরকারি গাইডলাইন মেনে, আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে কাজ করার পুরস্কার মিলল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birbhum Birbhum district
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE