Advertisement
২৫ এপ্রিল ২০২৪
পূর্ণাঙ্গ তদন্ত দাবি

শুভজিৎকে ধরায় সরব মুকুল রায়

বুধবার পুরুলিয়া-রাঁচি রাস্তা থেকে চাষ মোড়ের বাসিন্দা শুভজিৎ মাহাতোকে গাঁজা-সহ গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশের দাবি। শুভজিৎ মুকুল রায়ের ছায়াসঙ্গী সুরজিৎ মাহাতোর ভাই। পরিবারের দাবি, রাস্তা থেকে নয়, ওই দিন বাড়ি থেকে পুলিশ শুভজিৎকে নিয়ে গিয়েছিল।

কান্না: শুভজিতের বাড়িতে পরিজনেরা। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

কান্না: শুভজিতের বাড়িতে পরিজনেরা। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০২:০১
Share: Save:

তাঁর ছায়াসঙ্গীর ভাইকে গ্রেফতারের প্রতিবাদ করে ঘটনার তদন্ত দাবি করলেন মুকুল রায়।

বুধবার পুরুলিয়া-রাঁচি রাস্তা থেকে চাষ মোড়ের বাসিন্দা শুভজিৎ মাহাতোকে গাঁজা-সহ গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশের দাবি। শুভজিৎ মুকুল রায়ের ছায়াসঙ্গী সুরজিৎ মাহাতোর ভাই। পরিবারের দাবি, রাস্তা থেকে নয়, ওই দিন বাড়ি থেকে পুলিশ শুভজিৎকে নিয়ে গিয়েছিল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা।

বৃহস্পতিবার মুকুল বলেন, ‘‘পশ্চিমবঙ্গে পুলিশরাজ চলছে। কয়েক হাজার যুবক যুবতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই বলে তাঁদের নারকোটিক কেস দিয়ে গ্রেফতার করা হচ্ছে। বুধবার পুরুলিয়ায় এ রকম একটা ঘটনা ঘটেছে। আমি তদন্তের দাবি করছি। ওই ছেলেটির মোবাইল টাওয়ার এবং যে পুলিশকর্মীরা তাঁকে গ্রেফতার করেছেন তাঁদেরও মোবাইল টাওয়ারের অবস্থান খতিয়ে দেখা হোক।’’

আদালতের নির্দেশে এখন শুভজিৎ জেল হেফাজতে রয়েছেন। এ দিকে, বুধবার সকালে কী হয়েছিল তা নিয়ে বিতর্ক চলছেই। শুভজিৎ গত এপ্রিলে বাঁধাডি প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন। এ দিন তাঁর বাবা সুবোধ মাহাতো বলেন, ‘‘পাচার তো দূরের কথা, আমার ছেলে গাঁজা দেখলে চিনতেও পারবে না।’’

তিনি দাবি করেছেন, বুধবার ভোরে পুলিশ এসে তাঁর দুই ছেলের নাম ধরে ডাকাডাকি করছিল। তিনি এবং শুভজিৎ নাকি ঘুমিয়ে ছিলেন। শুভজিতের মা দরজা খুলে দেন। পুলিশ জানায়, শুভজিতের স্কুলে চুরি হয়েছে। বড়বাবু সেই ব্যাপারে কথা বলতে চান। পুলিশ কর্মীরা শুভজিতকে নিয়ে চলে যান। পরে জানা যায়, তাঁর বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগ আনা হয়েছে।

সুবোধবাবু বলেন, ‘‘আমার বড় ছেলে মুকুল রায়ের সঙ্গে থাকে। তিনি আমাদের বাড়িতে থেকেও গিয়েছেন। তাই বলে এ ভাবে হয়রান হতে হবে, ভাবতেও পারিনি।’’ ঘটনার পরে তিনি রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক শান্তিরাম মাহাতোর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে সুবোধবাবু দাবি করেছেন। তিনি বলেন, ‘‘আমরা তো শান্তিরামবাবুরই সমর্থক। আজ নয়, দীর্ঘদিন ধরেই। ওঁকে সব জানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু মন্ত্রী বাইরে রয়েছেন। ফিরলে যোগাযোগ করব।’’ এই ব্যাপারে অবশ্য শান্তিরামবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ দিকে জেলা পুলিশ বৃহস্পতিবার আবারও দাবি করেছে, পুরুলিয়া-রাঁচি রাস্তায় সৈনিক স্কুলের সামনে থেকে বুধবার শুভজিৎকে ধরা হয়েছে। তার সঙ্গে ছিলেন ধানবাদের পাথরডি এলাকার উমেশ মাহাতো। নম্বরপ্লেটবিহীন একটি মোটরবাইকে চড়ে দু’জনে যাচ্ছিলেন। তাঁদের থেকে প্রায় সাড়ে ২৩ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মোটরবাইকটি।

এই ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে জেলার রাজনীতিতেও। বৃস্পতিবার জেলার বিভিন্ন ব্লকে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ছিল। তার মধ্যে বেশ কিছু জায়গায় শুভজিতকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তোলেন দলের নেতারা। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে বিতর্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arrest Mukul Roy BJP tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE