Advertisement
১৭ এপ্রিল ২০২৪
মিথ্যা মামলা, দাবি বিজেপি-র

মুকুল-সঙ্গীর ভাই ধৃত গাঁজা পাচারে

শুভজিতের বাবা সুবোধ মাহাতোর অভিযোগ, রাস্তা থেকে নয়, বুধবার ভোরে শুভজিৎকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০০:৫৯
Share: Save:

গাঁজা পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে এক জন মুকুল রায়ের ছায়াসঙ্গীর ভাই। ফলে এই গ্রেফতারি ঘিরে বিতর্ক দেখা দিয়েছে পুরুলিয়ায়।

পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে ঝাড়খণ্ডের ধানবাদের পাথরডি এলাকার বাসিন্দা উমেশ মহাতো ও পুরুলিয়া মফস্সল থানার বাঁধডি গ্রামের বাসিন্দা শুভজিৎ মাহাতোকে গ্রেফতার করা হয়। পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস বলেন, ‘‘ওই দুই যুবক গাঁজা পাচার করছে, এই মর্মে নির্দিষ্ট খবর ছিল। তার ভিত্তিতে ওদের পুরুলিয়া-রাঁচি রাস্তা থেকে গ্রেফতার করা হয়েছে।” পুলিশের দাবি, ধৃতদের থেকে ২৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। এ দিন শুভজিৎকে পুরুলিয়া আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

মফস্সল থানার চাষমোড় এলাকার সুরজিৎ মাহাতো মুকুল রায়ের ছায়াসঙ্গী হিসাবেই পরিচিত। তাঁরই ভাই শুভজিৎ। মাস ছয়েক আগে বাঁধডি প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরিও পেয়েছেন। শুভজিতের বাবা সুবোধ মাহাতোর অভিযোগ, রাস্তা থেকে নয়, বুধবার ভোরে শুভজিৎকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

তিনি বলেন, ‘‘বুধবার ভোর ৫টা নাগাদ আমাদের বাড়িতে পুলিশ আসে। বলে, শুভজিতের স্কুলে নাকি চুরি হয়েছে। সেই ব্যাপারে কথা বলার জন্য থানায় যেতে হবে।’’ তাঁর দাবি, বাড়ির পোশাকেই গাড়িতে তুলে শুভজিৎকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁরা জানতে পারেন, গাঁজা মজুত আর পাচার করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সুবোধবাবুর আরও দাবি, শুভজিৎ মঙ্গলবার রাতে তাঁর সঙ্গেই ঘরে ঘুমিয়েছিলেন। তিনি বলেন, ‘‘ছেলেটা কোনও দিন কোনও নেশাই করেনি। চক্রান্ত করে ওকে ফাঁসানো হচ্ছে।’’ কারা চক্রান্ত করছে? কিছু বলতে চাননি সুবোধবাবু। শুভজিতের দাদা সুরজিতের সঙ্গে এ দিন ফোনে যোগাযোগ করা হলে তিনিও এ ব্যাপারে কিছু বলতে চাননি।

তবে বিজেপি-র পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর অভিযোগ, ‘‘এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। ওঁর দাদা মুকুল রায়ের ছায়াসঙ্গী হওয়ায় শাসক দলের অঙ্গুলি হেলনে মিথ্যা মামলায় শুভজিৎকে জড়ানো হয়েছে।’’ বিজেপি-তে যোগ দেওয়া ইস্তক মুকুল রায় অভিযোগ তুলে আসছেন, এ রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। সম্প্রতি উলুবেড়িয়ার একটি সভায় তিনি পুলিশের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছিলেন। সেই কথার রেশ টেনেই শুভজিতের গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়েছে জেলা বিজেপি।

দলের কর্মীদের একাংশ এই ব্যাপারে সাম্প্রতিক অন্য একটি বিতর্কিত ঘটনার কথা টেনে আনছেন। পুজোর পরেই পুরুলিয়া শহরে মুকুল রায়ের ছবি দেওয়া হোর্ডিং-এ শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছিল। সেই হোর্ডিং-এর নীচে যাঁদের নাম ছিল, তাঁদের মধ্যে দু’জনকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য দু’জনেই জামিন পান।

তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি বলেন, ‘‘পুলিশ পুলিশের মতো কাজ করছে। এই ব্যাপারে আমাদের কোনও যোগ নেই। প্রতিক্রিয়াও নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Mukul Roy মুকুল রায়
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE