Advertisement
২৪ এপ্রিল ২০২৪

স্থায়ী উপাচার্যের দাবি জানাবে কর্মসমিতি, সিদ্ধান্ত

এ বার শেষ হতে চলেছে বিশ্বভারতীতে অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত সবুজকলি সেনের মেয়াদ। বিশ্বভারতী সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে উদ্ভাবনী শিক্ষা অধিকর্তা পদে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। ফলে নিয়ম মেনে ওই দিনের পর থেকে তিনি আর উপাচার্যের দায়িত্বে থাকতে পারবেন না।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৩
Share: Save:

এ বার শেষ হতে চলেছে বিশ্বভারতীতে অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত সবুজকলি সেনের মেয়াদ। বিশ্বভারতী সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকে উদ্ভাবনী শিক্ষা অধিকর্তা পদে তাঁর মেয়াদ শেষ হচ্ছে। ফলে নিয়ম মেনে ওই দিনের পর থেকে তিনি আর উপাচার্যের দায়িত্বে থাকতে পারবেন না। এই পরিস্থিতিতে সবুজকলিদেবীর পরবর্তী প্রবীণতম কাউকে অস্থায়ী উপাচার্যের দায়িত্ব নিতে হবে।

কিন্তু, এ ভাবে আর কত দিন? স্থায়ী উপাচার্য কবে আসবেন? — এমনই নানা প্রশ্ন সামনে রেখে শনিবার কলকাতায় বিশ্বভারতীর এগজিকিউটিভ কাউন্সিলের সভা হয়। তার সভাপতিত্ব করেন সুশোভন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘একের পর এক অস্থায়ী উপাচার্য দিয়ে চললে আগামী দিনে বিশ্বভারতীতে প্রশাসনিক জটিলতা দেখা দিতে পারে। সেই সম্ভাবনা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে গিয়ে স্থায়ী উপাচার্যের দাবি জানাব।’’ এ নিয়ে কর্মসমিতির প্রত্যেক সদস্য এক মত হয়েছেন বলেও তাঁর দাবি। এ দিনের সভায় সমাবর্তনের প্রসঙ্গটিও ওঠে। পাশাপাশি সপ্তম পে কমিশন, কর্মী নিয়োগ নিয়েও আলোচনা হয়।

চলতি বছরের ২৭ জানুয়ারি ভারপ্রাপ্ত উপাচার্য স্বপনকুমার দত্তের সময়কাল শেষ হয়। তার কিছু দিন পর অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বভার নেন বিশ্বভারতীর উদ্ভাবনী শিক্ষা অধিকর্তা সবুজকলি সেন। এক মাস কাটতে না কাটতেই তাঁর মেয়াদও শেষের মুখে। বিশ্বভারতীর অন্দরেও স্থায়ী উপাচার্যের দাবিতে অনেক আন্দোলন, বিক্ষোভ হয়েছে। সব পক্ষেরই মত, স্থায়ী উপাচার্য দায়িত্বভার নিলে অনেক সমস্যারই সহজ সমাধান হতে পারে। গত দু’বছর ধরে উপাচার্য নিয়োগ নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর নানা সময়ে নানা কথা বলেছেন। কখনও বলেছেন, সাত-দশ দিনেই নতুন উপাচার্য ঠিক করে ফেলা হবে। আবার কখনও বলেছেন, এক সপ্তাহ পরে আপনাদের ভাল খবর শোনাব। কিন্তু এখনও উপাচার্য ঠিক করে উঠতে পারেনি কেন্দ্র। এর মাঝেই সবুজকলিদেবীরও মেয়াদ শেষের খবর সামনে চলে আসায় সমস্যা আরও জটিল হল বলে মনে করছেন ওয়াকিবহালেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

VC appointment Visva Bharati Working Committee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE