Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এইমস চেয়ে ফের সরব রায়গঞ্জ

রায়গঞ্জের বদলে কল্যাণীতে এইমসের ধাঁচে হাসপাতাল সরিয়ে নিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে রায়গঞ্জেই ওই হাসপাতাল তৈরির দাবিতে নতুন করে আন্দোলনে নামল রায়গঞ্জ এইমস রুপায়ণ নাগরিক মঞ্চ।

এইমসের দাবিতে রায়গঞ্জে মিছিল। নিজস্ব চিত্র।

এইমসের দাবিতে রায়গঞ্জে মিছিল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০২:১৮
Share: Save:

রায়গঞ্জের বদলে কল্যাণীতে এইমসের ধাঁচে হাসপাতাল সরিয়ে নিয়ে যাওয়ার সরকারি সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে রায়গঞ্জেই ওই হাসপাতাল তৈরির দাবিতে নতুন করে আন্দোলনে নামল রায়গঞ্জ এইমস রুপায়ণ নাগরিক মঞ্চ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মঞ্চের শতাধিক সদস্য শহরের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহীমোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। সংগঠনের তরফে শহরের শিলিগুড়িমোড়, সুপারমার্কেট, দেহশ্রীমোড়, বিধাননগর মোড়, মোহনবাটি, মহাত্মা গাঁধী রোড, ইনস্টিটিউট মোড় ও বিদ্রোহীমোড় সহ একাধিক এলাকায় পথসভা করে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবি তোলা হয়েছে। রায়গঞ্জে ওই হাসপাতাল তৈরির সরকারি সিদ্ধান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত মঞ্চের তরফে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। গত মার্চ মাসে রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে মঞ্চের তরফে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে স্মারকলিপি পাঠানো হয়। কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য সরকার তাঁদের দাবি পূরণের ব্যাপারে কোনও পদক্ষেপ না করায় এ দিন থেকে ফের টানা আন্দোলনে নামা হল বলে মঞ্চের সম্পাদক তথা পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু জানিয়েছেন।

উল্লেখ্য, রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির দাবিতে পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে দেড় বছর আগে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠন-সহ একাধিক গণসংগঠনকে নিয়ে রায়গঞ্জ এইমস রূপায়ণ নাগরিক মঞ্চ তৈরি করে আন্দোলন শুরু করা হয়। গতবছর বিজেপি কেন্দ্রের ক্ষমতা দখল করার পর সেই আন্দোলন বন্ধ হয়ে যায়। গত বছরের জুলাই মাসে রাজ্য সরকার ওই হাসপাতাল তৈরির জন্য রায়গঞ্জের বদলে কল্যাণীতে জমি চিহ্নিত করে কেন্দ্রকে প্রস্তাব পাঠায়। সম্প্রতি, কেন্দ্র সেই প্রস্তাবে সম্মতি প্রকাশ করে রায়গঞ্জের বদলে কল্যাণীতে ওই হাসপাতাল তৈরির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের কথা রাজ্যতে জানিয়েছে বলে মঞ্চের তরফে দাবি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE