Advertisement
২৩ এপ্রিল ২০২৪

খেলার টুকরো খবর

অনূর্ধ্ব ১৬ ছেলে ও মেয়েদের ক্রিকেট কোচিং ক্যাম্প শুরু হল কোচবিহারে। রবিবার ওই ক্যাম্পের উদ্বোধন করেন কোচবিহার জেলা দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিপ্লব লস্কর। রাজবাড়ি স্টেডিয়াম চত্বরে পালা করে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ০১:২৬
Share: Save:

কোচবিহারে শুরু ক্রিকেট ক্যাম্প
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

অনূর্ধ্ব ১৬ ছেলে ও মেয়েদের ক্রিকেট কোচিং ক্যাম্প শুরু হল কোচবিহারে। রবিবার ওই ক্যাম্পের উদ্বোধন করেন কোচবিহার জেলা দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিপ্লব লস্কর। রাজবাড়ি স্টেডিয়াম চত্বরে পালা করে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়া হবে। জেলাস্তরের ৮ জন কোচ প্রশিক্ষণে থাকছেন। সিএবি’র তরফে ‘এ লেভেল’ কোাচও আসবেন। জেলা ক্রীড়া সংস্থার সচিব বিষ্ণুব্রত বর্মন বলেন, “সপ্তাহে দু’দিন শনিবার ও রবিবার কোচিং দেওয়া হবে। মোট ৮৮ জন প্রথম দিনে যোগ দেন। তাঁদের মধ্যে ৬৫ জন ছেলে।

দিনহাটায় ডিভিশন ফুটবল লিগ
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা

মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সিনিয়র ডিভিশন ফুটবল লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে দিনহাটা প্লেয়ার্স ফোরাম এবং কলেজপাড়া সর্বহারা ক্লাব। আজ, সোমবার দিনহাটা সংহতি ময়দানে ওই দুই দলের খেলা হবে। উদ্যোক্তারা জানান, গত জুলাই মাসে ১২ দলের প্রতিযোগিতা শুরু হয়। মহকুমা ক্রীড়া সংস্থার সচিব বিভুরঞ্জন সাহা বলেন, দুপুর ২ টোয় ওই খেলা শুরু হবে।

প্রবীণদের ফুটবল
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

প্রবীণদের ফুটবল হল চোপড়ায়। রবিবার বিকেলে চোপড়ার ফুটবল মাঠে স্থানীয় ভেটারেন মর্নিং ক্লাবের সঙ্গে খেলা হয় শিলিগুড়ি ভেটারেন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন। ২ গোলে জয়ী হয় শিলিগুড়ির ভেটারেন দল। গোল করেছেন মলয় কুণ্ডু এবং বিশ্বজিত্‌ গুহ। এলাকার একটি ক্লাবের উদ্যোগে চল্লিশোর্ধ্ব ওই ফুটবলাররা খেলায় যোগ দেন। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন চোপড়া থানার আইসি রবিন থাপাও।

বালুরঘাটে ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রিকেট কোচিং ক্যাম্প শুরু হয়েছে। ১২ অক্টোবর থেকে ওই শিবিরে অন্তত ৭০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। জেলা ক্রীড়া সস্থার সম্পাদক গৌতম গোস্বামী জানান, ১৪-১৬ বছরের উঠতি ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ফাইনালে ভিএনসি

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

কোকরাঝাড় জারাগুড়ি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে উঠল শিলিগুড়ির ভিএনসি ক্লাব। আজ, সোমবার ফাইনালে তারা মুখোমুখি হবে উদ্যোক্তা জারাগুড়ি স্পোর্টিং দলের। জারাগুড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে খেলাগুলি হচ্ছে।

শিবিরে শহরের চার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

অনূর্ধ্ব ১৯ বাংলা স্কুল ফুটবল দলের নির্বাচনী শিবিরে অংশ নিল শিলিগুড়ি চার জন। রবিবার ভদ্রেশ্বরে ওই শিবির হয়। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই চার জনের নাম অনিমেশ রায়, সুব্রত মালিক, দিব্যেন্দু মান্ডি, সুরজ ভগত।

ক্রিকেটে দলবদল
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

দুই দিনে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সিনিয়র ক্রিকেট লিগে ৬০ জন খেলোয়াড় দলবদল করলেন। ১৮-১৯ অক্টোবর ওই দলবদল হয়েছে। ডিএসএ সূত্রে জানা গিয়েছে, ১৫টি ক্লাব ওই দলবদলে অংশ নিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE