Advertisement
২০ এপ্রিল ২০২৪

গত লিগের পুরস্কার

শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত গত মরসুমের লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের পুরস্কৃত করা হল।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ০১:৫৭
Share: Save:

শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত গত মরসুমের লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল। রবিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের পুরস্কৃত করা হল। ক্রিকেট, ফুটবল, ভলিবল, অ্যাথলেটিক্স এর পুরস্কার দেওয়া হয়। পুরস্কার তুলে দেন ক্রীড়া পরিষদের সচিব অরূপরতন ঘোষ, শিলিগুড়ি থানার আইসি অচিন্ত্য গুপ্ত, অরূপ মজুমদার, প্রসূন দাশগুপ্ত।

ক্রিকেটে সুপার ডিভিশনে সেরা বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব, রানার্স অগ্রগামী সঙ্ঘকে পুরস্কৃত করা হয়। এই বিভাগে সর্বোচ্চ রান করেন অগ্রগামীর রাশিদ হোসেন হক, সেরা উইকেট প্রাপক বাঘাযতীনের মহম্মদ আক্রম রাজা। প্রথম বিভাগে সেরা সুভাষ স্পোর্টিং ক্লাব ও রানার্স ও ইউনাইটেড ক্লাবকে পুরস্কৃত করা হয়। এঅই বিভাগে সর্বোচ্চ রান মহানন্দার অনুপম বর্ধন ও সেরা উইকেট প্রাপক সুভাষ স্পোর্টিংয়ের দীপক চক্রবর্তী। ফুটবলে সুপার ডিভিশনে সেরা মহানন্দা স্পোর্টিং ক্লাব, রানার্স উল্কা ক্লাব এবং ফেয়ার প্লে পেয়েছে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া। এই বিভাগে সেরা খেলোয়াড় মোহনবাগানের নিয়মিত খেলোয়াড় সাইয়ের আজহারুদ্দিন মল্লিক। প্রথম বিভাগে সেরা দল নরেন্দ্রনাথ ক্লাব, রানার্স সুর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন। ফেয়ার প্লে পেয়েছে রবীন্দ্র সঙ্ঘ। সেরা খেলোয়াড় করণ রাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE