Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গৌড়বঙ্গের ফলপ্রকাশ

পরীক্ষার ৫৩ দিনের মাথায় প্রকাশিত হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের তৃতীয় বর্ষের অর্নাসের ফলাফল। এ বার পাশের হার বেড়েছে মাত্র দুই শতাংশ। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপাল মিশ্র। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেরিতে প্রকাশ হয় বলে অভিযোগ করেন ছাত্রছাত্রীরা। অনেক সময় তাঁরা বাইরে বিশ্ববিদ্যালয়েও ভর্তি হওয়ার সুযোগ পান না। তাই বিগত বছর দুয়েক ধরে রাজ্যের মধ্যে প্রথম আমাদের বিশ্ববিদ্যালয়েরই ফলাফল প্রকাশিত হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০১:৫৮
Share: Save:

পরীক্ষার ৫৩ দিনের মাথায় প্রকাশিত হল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকের তৃতীয় বর্ষের অর্নাসের ফলাফল। এ বার পাশের হার বেড়েছে মাত্র দুই শতাংশ। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপাল মিশ্র। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেরিতে প্রকাশ হয় বলে অভিযোগ করেন ছাত্রছাত্রীরা। অনেক সময় তাঁরা বাইরে বিশ্ববিদ্যালয়েও ভর্তি হওয়ার সুযোগ পান না। তাই বিগত বছর দুয়েক ধরে রাজ্যের মধ্যে প্রথম আমাদের বিশ্ববিদ্যালয়েরই ফলাফল প্রকাশিত হচ্ছে।

এ বারে মোট পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৮৪৪ জন। পাশ করেছে ৭৭.০৫ শতাংশ। গতবছর পা‌শের হার ছিল ৭৫.৭২ শতাংশ। প্রথম বিভাগে পাশ করেছেন ২৩৩জন, দ্বিতীয় বিভাগে ৪০৮ জন পাশ করেছেন। আর পাশ করতে পারেননি ১১৯৯ জন। পাশের হার সব থেকে বেশি মালদহ মহিলা কলেজে, ৯২.৯৬ শতাংশ। গৌড় মহাবিদ্যালয়ে পাশের হার ৮৯,৮৩ শতাংশ এবং মালদহ কলেজে ৮৩.৭ শতাংশ। সব থেকে পাশের হার কম রয়েছে হরিশ্চন্দ্রপুর কলেজে, ৫৮ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের মধ্যে দু’জন যুগ্ম ভাবে প্রথম হয়েছেন। মালদহ কলেজের রসায়ন বিভাগে চিরঞ্জিত চৌধুরী এবং গৌড় কলেজের অঙ্কের অপূর্ব মণ্ডল ৬১১ করে নম্বর পেয়ে প্রথম হয়েছেন। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন মালদহ কলেজের রসায়ন বিভাগের শতরূপা বসাক। তাঁর প্রাপ্ত নম্বর ৫৯৭। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের নিয়ামক সনাতন দাস জানান, সমস্ত কলেজে আগামী শুক্রবার মার্কশিট পাঠানো হবে। পরীক্ষা শেষ হয়েছিল ৪ এপ্রিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE