Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চালুর পথে হোম স্টে

পর্যটনের হাত ধরে ঘুরে দাঁড়াতে চায় মাগুরমারি গ্রাম। মালবাজার মহকুমার রাজাডাঙা পঞ্চায়েতের আপালচাঁদের জঙ্গলের বনবস্তির এই গ্রামে হাতে গোনা ৪০টি পরিবারের বাস।

 ছবি: দীপঙ্কর ঘটক।

ছবি: দীপঙ্কর ঘটক।

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ০১:৫৬
Share: Save:

পর্যটনের হাত ধরে ঘুরে দাঁড়াতে চায় মাগুরমারি গ্রাম। মালবাজার মহকুমার রাজাডাঙা পঞ্চায়েতের আপালচাঁদের জঙ্গলের বনবস্তির এই গ্রামে হাতে গোনা ৪০টি পরিবারের বাস। বাসিন্দাদের দেওয়া তিন বিঘা জমির উপরে বন দফতরের অর্থ সাহায্যে গড়া হয়েছে ইকো রিসর্ট। পরিচালনা করবে ইকো ডেভেলপমেন্ট কমিটি। গ্রাম ঘিরে জঙ্গল, বিশাল ঝিলে পরিযায়ী পাখির আনাগোনা, কাঠামবাড়ি জঙ্গলের হাতি, গরুমারার গন্ডার আর সাত কিলোমিটারের মধ্যে তিস্তার ব্যারাজ পর্যটকদের মন ভোলাবেই বলে আশা গ্রামবাসীর। সন্ধ্যায় পর্যটকদের মনোরঞ্জনের জন্য গ্রামের ১৮ জন আদিবাসী মেয়ে একটি নাচের দলও গড়েছে। রাজ্য পর্যটন দফতরের যুগ্ম অধিকর্তা সুনীল অগ্রবাল জানান, পুজোর আগে আগামী দু’এক দিনের মধ্যেই চালু হবে এই হোম স্টেটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE