Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জবা পাল প্রয়াত

সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বীণা সরকার (পাল) ওরফে জবা পাল মারা গেলেন। মঙ্গলবার রাত ৮টা নাগাদ কোচবিহার শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন জবাদেবীর মৃত্যু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:০৫
Share: Save:

সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য বীণা সরকার (পাল) ওরফে জবা পাল মারা গেলেন। মঙ্গলবার রাত ৮টা নাগাদ কোচবিহার শহরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন জবাদেবীর মৃত্যু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। প্রয়াত প্রাক্তন সিপিএম কোচবিহার জেলা সম্পাদক চন্ডী পালের স্ত্রী জবাদেবী দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন। তুফানগঞ্জের বাসিন্দা জবাদেবী গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সভানেত্রীর দায়িত্বেও ছিলেন। এবারের পুরভোটে তিনি তুফানগঞ্জ পুরসভার ১১ নম্বর ওয়ার্ড থেকে সিপিএমের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন। প্রায় তিন সপ্তাহ ধরে তিনি কোচবিহারের একটি নার্সিংহোমে লিভারের অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন ছিলেন বলে জানিয়েছেন সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তথা প্রাক্তন মন্ত্রী অনন্ত রায়। সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তমসের আলি বলেন, “জবা পাল নামেই দলের সকলের কাছে তিনি বেশী পরিচিত ছিলেন। রাতে নার্সিংহোমে তাঁর মরদেহ রাখা হবে। বুধবার সকালে তাঁর মরদেহ জেলা সিপিএম দফতরে আনা হবে। পরে তুফানগঞ্জে তাঁর শেষকৃত্য হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE