Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জমি-বিবাদে ২ জন খুন ইসলামপুরে

জমি নিয়ে শরিকি বিবাদের জেরে কাকা সহ দু’জনকে খুনের অভিযোগ উঠেছে তাঁর ভাইপো সহ কয়েকজনের বিরুদ্ধে। রবিবার রাতে ইসলামপুর থানার আগডিমঠি খুন্তি গ্রাম পঞ্চায়েতের গোঠিয়াটোল এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম মহম্মদ খইবুল (৬০) ও অপর এক ব্যক্তির নাম মহম্মদ সাহিদ (২৫)। তাঁদের বাড়ি ওই এলাকায়।

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৫ ০১:৫২
Share: Save:

জমি নিয়ে শরিকি বিবাদের জেরে কাকা সহ দু’জনকে খুনের অভিযোগ উঠেছে তাঁর ভাইপো সহ কয়েকজনের বিরুদ্ধে। রবিবার রাতে ইসলামপুর থানার আগডিমঠি খুন্তি গ্রাম পঞ্চায়েতের গোঠিয়াটোল এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম মহম্মদ খইবুল (৬০) ও অপর এক ব্যক্তির নাম মহম্মদ সাহিদ (২৫)। তাঁদের বাড়ি ওই এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু দিন আগে এলাকায় ওই পরিবারের এক বৃদ্ধা ইন্দিরা আবাসের ঘর পান। বৃদ্ধার নিজের ঘর ভেঙে সেই ঘর গড়ার কথা ছিল। অভিযোগ, সেটি ভেঙে বাড়ি করতে বাধা দিচ্ছিলেন ইউসুফ আলি ও তার পরিবারের লোকেরা। জমির মালিকানা নিয়ে বিবাদের জেরে এ দিন রাতে দুই পরিবারের মধ্যে বিবাদ বাঁধে। সে সময়ে একে অপরের উপর লাঠি ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইসলামপুরের এসডিপিও বৈভব তেওয়ারি বলেন, “জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ বেধেঁছে বলে জানতে পেরেছি। ওই ঘটনাতে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ইসলামপুর হাসপাতালে চিকিত্‌সাধীন।”

ওই পরিবারের সদস্য মহম্মদ ইউসুফ বলেন, “ওই এলাকাতে আমাদের জমিতে বাড়ি করার চেষ্টা করছিল ওরা। এলাকার একটি দেড় বিঘা জমিও ওরা দখল করেছে। তাতে বাধা দিয়েছিলাম মাত্র। হঠাত্‌ই ওরা আমাদের উপর হামলা চালায়।” সাবেদা বিবির অভিযোগ, “এ দিন গালিগালাজ করছিল ইউসুফ ও তাদের লোকেরা। তারই প্রতিবাদ করতে যাওয়ায় আমার এক দেওর ও এক দেওরের ছেলের উপর হামলা চালায় তারা। আমরা ছুটে গেলে আমাদের উপরও হামলা চালায়।”

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান দেওর ও অন্য এক দেওরের ছেলে। আগডিমঠি খুন্তি পঞ্চায়েতের সিপিএম প্রধান তাহের আলম বলেন, “ইন্দিরা আবাস যোজনার ঘরের জমি নিয়ে বেশ কিছু দিন ধরেই গণ্ডগোল চলছিল। এমনকী, জমির মালিকানা কার রয়েছে, তাও তাঁরা দেখান। জমির কাজ যাঁরা করেন, তাঁদের কিছু দিনের মধ্যে নতুন করে ভূমি ও ভূমি রাজস্ব দফতর থেকে জমির কাগজ তুলে তা দেখানোর কথা ছিল। এ দিন রাতে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বাঁধলে বড় আকার ধারণ করে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

islampur land dispute
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE