Advertisement
১৭ এপ্রিল ২০২৪

প্রতারণার নালিশ

ভুয়ো ব্যাঙ্ক কর্তা পরিচয় দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহকের এটিএম কার্ডের নম্বর ও পিন নম্বর জেনে ৪০ হাজার হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ উঠেছে। মালদহের চাঁচলে সোমবার ওই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই গ্রাহক।

নিজস্ব সংবাদদাতা
চাঁচল শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৫ ০২:০৫
Share: Save:

ভুয়ো ব্যাঙ্ক কর্তা পরিচয় দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক গ্রাহকের এটিএম কার্ডের নম্বর ও পিন নম্বর জেনে ৪০ হাজার হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ উঠেছে। মালদহের চাঁচলে সোমবার ওই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই গ্রাহক। টেলিফোনে ওই ধরনের কোনও তথ্য না জানাতে নানা ভাবে সচেতনতার প্রচারের পরেও গ্রাহকদের একাংশ প্রতারকদের ফাঁদে পা দেওয়ায় উদ্বিগ্ন পুলিশ-সহ ব্যাঙ্ক কর্তৃপক্ষও।

চাঁচলের এসডিপিও বলেন, ‘‘পুলিশের তরফেও নানাভাবে গ্রাহকদের সচেতন করা হয়। এর পর পুলিশ কী করবে? ওই গ্রাহকের অভিযোগ সাইবার ক্রাইম দফতরে পাঠিয়ে দেওয়া হবে।’’

পুলিশ ও ব্যাঙ্ক সূত্রে জানা যায়, নুরসেদ আলি নামে ওই গ্রাহকের কাছে রবিবার বিকালে ভুয়ো ব্যাঙ্ক কর্তার পরিচয়ে ওই ফোন আসে। তার এটিএম বন্ধ হয়ে গিয়েছে বলে জানানো হয়। চালু করতে প্রথমে তাঁর কাছ থেকে এটিএম নম্বর জেনে নেওয়া হয় বলে অভিযোগ। তার পর নতুন পিন নম্বরও দেওয়া হয়। কথার ফাঁকেই তাঁর পিন নম্বরটি জেনে নেওয়া হয়। পরে রাতে ও সকালে দু’দফায় তার অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। এ দিন তিনি পুলিশের দ্বারস্থ হন।

চাঁচলের নলগাছিয়ার বাসিন্দা নুরসেদ আলি বলেন, ‘‘রাতে যে টাকা তোলা হয়েছে তা খেয়াল করিনি। সকালে মোবাইলে ম্যাসেজ দেখে ব্যাঙ্কে যোগাযোগ করি। তার পর পুলিশের দ্বারস্থ হই।’’

ওই গ্রাহকের অ্যাকাউন্টটি ছিল চাঁচলের স্টেট ব্যাঙ্ক শাখায়। ব্যাঙ্কের এক আধিকারিক বলেন, ‘‘ফোন করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কখনও গ্রাহকের কোনও তথ্য জানতে চায় না। এ নিয়ে প্রচারও চলছে। তার পরেও গ্রাহকেরা ফাঁদে পা দিলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কী করতে পারে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE