Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুর-শহর হল বুনিয়াদপুর

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা সদর বুনিয়াদপুর সরকারি ভাবে পুরসভা শহরের মর্যাদা পেল। শুক্রবার রাতে বালুরঘাটে জেলাশাসকের কাছে রাজ্যপালের সই করা নির্দেশনামা এসে পৌঁছয়। জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী রবিবার থেকে বুনিয়াদপুর নোটিফায়েড এরিয়ায় অন্তর্ভুক্ত হল।

নিজস্ব সংবাদদাতা
বালুরঘাট শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৩
Share: Save:

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা সদর বুনিয়াদপুর সরকারি ভাবে পুরসভা শহরের মর্যাদা পেল। শুক্রবার রাতে বালুরঘাটে জেলাশাসকের কাছে রাজ্যপালের সই করা নির্দেশনামা এসে পৌঁছয়। জেলাশাসক তাপস চৌধুরী বলেন, “গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী রবিবার থেকে বুনিয়াদপুর নোটিফায়েড এরিয়ায় অন্তর্ভুক্ত হল। নতুন পুরসভার প্রশাসক নিযুক্ত হয়েছেন গঙ্গারামপুরের মহকুমা শাসক।” বংশীহারি ব্লকের শিবপুর গ্রাম পঞ্চায়েতের ১৮টি মৌজা এবং মহাবাড়ি গ্রামপঞ্চায়েতের ৩টি মৌজা মিলে মোট ২১টি মৌজা নিয়ে বুনিয়াদপুর পুরসভার এলাকা গঠিত হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

গত বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুনিয়াদপুরকে পুরসভা করার কথা ঘোষণা করেছিলেন। ওই খবরে বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল। এদিন সরকারিভাবে পুরসভা গঠনে সিলমোহর পড়ে যাওয়ায় ফের এলাকায় খুশির হাওয়া। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে বুনিয়াদপুরকে পুরসভার মর্যাদা দেওয়ার দাবি ওঠে। দাবি পূরণ হওয়ায় গৃহবধূ থেকে স্কুল পড়ুয়া ও ব্যবসায়ী সংগঠন সকলেই উচ্ছসিত। বুনিয়াদপুরের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ প্রদীপ সেন বলেন, “মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এক বছরের মধ্যে বুনিয়াদপুরকে পুরসভা গঠনের মধ্য দিয়ে এলাকার নাগরিকদের দীর্ঘ দাবির প্রতি সরকার সম্মান জানালেন। আমরা গর্বিত।”

তৃণমূলের জেলা সভাপতি তথা আইন পরিষদীয় সচিব বিপ্লব মিত্র বলেন, “বাম আমলে গঙ্গারামপুর মহকুমার সদর বুনিয়াদপুরে পুরসভা গঠনের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি উপেক্ষিত ছিল। এরপর আমরা মুখ্যমন্ত্রীর কাছে পুরসভা গঠনের জন্য দরবার করেছিলাম।”

২০১৩ সালের ২৭ নভেম্বর মুখ্যমন্ত্রী জেলার কুশমন্ডিতে সফরে এসে বুনিয়াদপুরকে পুরসভা শহরের মর্যাদায় উন্নীত করা হবে বলে বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়ে যান। বাসিন্দাদের বক্তব্য, গঙ্গারামপুর মহকুমার সদর বুনিয়াদপুরকে পুরসভায় উন্নীত করার সব রকম পরিকাঠামো রয়েছে। ১৯৯৪ সালে গঙ্গারামপুরের মহকুমা সদর হিসাবে বুনিয়াদপুর গঠিত হলেও পুরসভার স্বীকৃতি মেলেনি। এদিন পুরসভা ঘোষণার পরে বুনিয়াদপুরে দমকল কেন্দ্র, মহকুমা সংশোধনাগার এবং মহকুমা আদালতের ভবন তৈরির দাবিও উঠতে শুরু করেছে।

বণিক সভার সম্পাদক নারায়ণ মন্ডল বলেন, “বুনিয়াদপুরের বর্তমান জনসংখ্যা প্রায় ৫০ হাজার। এখানে ৪ টি হাইস্কুল-সহ একটি কলেজ, একটি নির্মিয়মাণ আইটিআই কলেজ রয়েছে। উন্নত রেল স্টেশনের পাশাপাশি আছে মহকুমা আদালত, ট্রেজারি অফিস সহ প্রায় সব সরকারি দফতর। দীর্ঘদিনের দাবি রাজ্য সরকার পূরণ করায় আমরা আনন্দিত।”

মহকুমা শাসক দেবাশিস বিশ্বাস বলেন, “বুনিয়াদপুরে পুরসভা গঠনে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ায় বাকি পরিকাঠামো তৈরির কাজ দ্রুত শুরু করা হবে।” প্রশাসন সূত্রের খবর: এ জেলার বংশীহারি ব্লকের প্রায় গোটা শিবপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে সদর বুনিয়াদপুর গঠিত প্রায় ৩০ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে লোকসংখ্যা ৪০ হাজারের বেশি। কৃষির উপর নির্ভর নয় এমন ৫০ শতাংশের উপর বাসিন্দার বাস বুনিয়াদপুরে। পুরসভা গঠনের জন্য ৩৫ হাজার জন সংখ্যা এবং সংশ্লিষ্ট এলাকায় ৫০ শতাংশে এলাকায় ৫০ শতাংশের উপর অকৃষি জমি থাকলে পুরসভায় উন্নীত করার পথে কোনও বাধা থাকে না। বুনিয়াদপুরে প্রতি বর্গ কিলোমিটারে ৭৫০ জন বাস করেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জেলাশাসক বলেন, “রাজ্যপাল অনুমোদন দেওয়ায় এ জেলায় পুরসভার সংখ্যা বেড়ে হলো তিন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

municipal town buniyadpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE