Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ফেসবুক নয়, শুভায়নের প্রিয় ব্যোমকেশ

এ বারের মাধ্যমিকে ৬৮২ নম্বর পেয়ে মেধা তালিকায় তৃতীয় স্থান পেয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র শুভায়ন তালুকদার। সকালে শহরের কলেজপাড়ায় শুভায়নের বাড়িতে তার সাফল্যের খবর পৌঁছতে আত্মীয় ও পড়শিদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। স্কুলে মার্কশিট নিতে গেলে শুভায়নকে নিয়ে পড়ুয়াদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রতিদিন খবরের কাগজ খুঁটিয়ে পড়া শুভায়নের মতে রাজনীতিতে উচ্চশিক্ষিতদের আসা উচিত। নিজের অবশ্য রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছে সে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ভালো লাগে বলেও জানিয়েছে ব্যোমকেশ বক্সির ভক্ত শুভায়ন।

মা সোমাদেবী ও বাবা দিব্যেন্দুবাবুর সঙ্গে শুভায়ন। —নিজস্ব চিত্র।

মা সোমাদেবী ও বাবা দিব্যেন্দুবাবুর সঙ্গে শুভায়ন। —নিজস্ব চিত্র।

অনুপরতন মোহান্ত
বালুরঘাট শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০৩:০৬
Share: Save:

এ বারের মাধ্যমিকে ৬৮২ নম্বর পেয়ে মেধা তালিকায় তৃতীয় স্থান পেয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র শুভায়ন তালুকদার। সকালে শহরের কলেজপাড়ায় শুভায়নের বাড়িতে তার সাফল্যের খবর পৌঁছতে আত্মীয় ও পড়শিদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। স্কুলে মার্কশিট নিতে গেলে শুভায়নকে নিয়ে পড়ুয়াদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রতিদিন খবরের কাগজ খুঁটিয়ে পড়া শুভায়নের মতে রাজনীতিতে উচ্চশিক্ষিতদের আসা উচিত। নিজের অবশ্য রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছে সে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ভালো লাগে বলেও জানিয়েছে ব্যোমকেশ বক্সির ভক্ত শুভায়ন।

শুভায়নের মা সোমাদেবীর কথায়, ‘‘ছেলে কোনওদিনই বাঁধা ধরা গতে পড়াশোনা করেনি।’’ সোমাদেবী জানান, সকালে উঠে রোজ খবরের কাগজ খুঁটিয়ে পড়া ছাড়াও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সির নানা কাহিনি নিয়মিত পড়া ছিল শুভায়নের শখ। মোবাইল কিংবা ফেসবুক নিয়ে অবশ্য শুভায়নের সেরকম আগ্রহ নেই। শুভায়ন নিজেও জানিয়েছে, টিভি দেখে, কিন্তু কম্পিউটার ও ফেসবুকের চেয়ে নানা ধরণের রেফারেন্স বইতে ডুবে থাকতেই তার বেশি ভাল লাগত।

সব বিষয়ে শুভায়নের গৃহশিক্ষক ছিল। তবে সাজেশনের বদলে পাঠ্যবই ও টেস্ট পেপার পড়েই ভাল ফল পেয়েছে শুভায়ন। তা ছাড়া তৃতীয় শ্রেণী থেকে তাকে বাড়িতে এসে পড়াতেন গৃহশিক্ষক উৎপল কর্মকার। উৎপলবাবুর কাছে পড়া ছাড়া, অন্য ক্ষেত্রে শুভায়ন টিউশনের ব্যাচেই বিজ্ঞান ও অন্য বিষয় পড়েছে। পরীক্ষার আগে রাত ১১টা, কোনও দিন রাত ১টা পর্যন্ত পড়া ছাড়া বছরের অন্য সময় সাধারণ ভাবেই ও পড়াশুনা করে গিয়েছে। পড়াশোনার বাইরে ছিল নিয়মিত ক্যুইজ প্রতিযোগিতায় যোগ দিত শুভায়ন।

শহরের কলেজপাড়া এলাকার একতলা বাড়ি শুভায়নদের। তার বাবা দিব্যেন্দু তালুকদার বালুরঘাটের চিঙ্গিশপুর হাইস্কুলের ভূগোলের শিক্ষক। মা সোমাদেবী গৃহবধূ। দিদি শুভশ্রী বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে এমএসসি পড়ছেন। তার এই রেজাল্টে দিদিও খুশি। তার বিষয়ভিত্তিক নম্বর হল, বাংলায় ৯০, ইংরেজিতে ৯৬, অঙ্কে ১০০, ভৌতবিজ্ঞানে ১০০, জীবনবিজ্ঞানে ৯৯, ইতিহাস ৯৮ এবং ভূগোলে ৯৯।

এ দিন তার সাফল্যের খবর পেয়ে কলকাতা থেকে ফোনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিধায়ক তথা পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী। এদিন বাড়িতে গিয়ে শুভায়নকে ফুল ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান পুরসভার চেয়ারপার্সন চয়নিকা লাহা। তিনি জানান, শুভায়ন শহরের নাম উজ্জ্বল করেছে, পুরসভা থেকে ওকে সংবর্ধনা দেওয়া হবে।

খুশি বালুরঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক নারায়ণ কুণ্ডু থেকে পরিচালন সমিতির সভাপতি সুখেন্দু চট্টোপাধ্যায়ও। তাঁরা বলেন, ‘‘স্কুলে বরাবর শুভায়ন ভাল ফল করেছে। টেস্টেও ভাল ছিল। ফলে মেধা তালিকায় তার নাম থাকবে, এমন আশা ছিল।’’ বস্তুত দীর্ঘ ৩ বছর পরে শুভায়নের মাধ্যমে বালুরঘাট হাইস্কুল ফের সাফল্য পাওয়ায় ছাত্র শিক্ষকেরাও উচ্ছ্বসিত। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়তে চায় শুভায়ন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE