Advertisement
১৭ এপ্রিল ২০২৪

বিপর্যয় মোকাবিলা সক্রিয় করার নির্দেশ

দার্জিলিং জেলার নকশালবাড়ির হাতিঘিষাতে বিপর্যয় মোকাবিলা দফতরের উত্তরবঙ্গের ডিজাস্টার ম্যানেজমেন্ট দফতরের ‘মাল্টি ডিসিপ্লিনারি সেন্টার’টিকে পুরোদমে সক্রিয় করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ধসে বিধ্বস্ত মিরিকের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পর সুকনা বন বাংলোতে ফেরেন মুখ্যমন্ত্রী।

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০২:৪০
Share: Save:

দার্জিলিং জেলার নকশালবাড়ির হাতিঘিষাতে বিপর্যয় মোকাবিলা দফতরের উত্তরবঙ্গের ডিজাস্টার ম্যানেজমেন্ট দফতরের ‘মাল্টি ডিসিপ্লিনারি সেন্টার’টিকে পুরোদমে সক্রিয় করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ধসে বিধ্বস্ত মিরিকের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পর সুকনা বন বাংলোতে ফেরেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রের খবর, রাতে পুলিশ-প্রশাসনের অফিসারদের নিয়ে তিনি বৈঠকও করেন। সেখানেই নকশালবাড়ির ওই কেন্দ্রটির কথা উঠে আসে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের কাছ থেকে তিনি বিষয়টি বিস্তারিতভাবে শোনেন। তার পরেই রাজ্যের মুখ্য সচিব সঞ্জয় মিত্রকে বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতমবাবু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সমস্ত কিছু শুনে মুখ্য সচিবকে ব্যবস্থা নিতে বলেছেন। আশা করছি, দ্রুত সেন্টারটির পরিস্থিতি বদলাবে।’’ প্রশাসনিক সূত্রের খবর, গত এক বছরে আগে ৫ কোটি টাকা দিয়ে ওই সেন্টারটি তৈরি হয়। কিন্ত, সেখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ ছাড়া কিছুই হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এমনকি, পর্যাপ্ত কর্মী, দফতর, কন্ট্রোল রুম, আধুনিক যন্ত্রপাতি সেখানে প্রায় কিছুই নেই। সম্প্রতি সামান্য গাছ সরানোর কাজও ওই সেন্টারের কর্মীরা পারেননি বলে অভিযোগ উঠেছে। গোটা উত্তরবঙ্গের ধস, ভূমিকম্প, বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে সেখানে স্পেশালাইজড কর্মী ও যন্ত্রপাতি রাখার কথা। এখনও তা না হওয়ায় দার্জিলিঙের পরিস্থিতির পর নানা প্রশ্ন ওঠা শুরু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE