Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভোট মিটতেই সন্ত্রাসের নালিশ তৃণমূলের বিরুদ্ধে

আশঙ্কা থাকলেও শান্তিতে মিটেছে পুরাতন মালদহ পুরসভার ভোট পর্ব। তবে শনিবার রাতেই উত্তপ্ত হয়ে ওঠে পুরাতন মালদহের ১ নম্বর ওয়ার্ডের বালিয়া নবাবগঞ্জ এলাকা। রাত ১১ টা নাগাদ ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী ও নির্বাচনী এজেন্ট সহ পাঁচ কর্মীর বাড়িতে তৃণমূলের নেতা কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। দুই বিজেপি কর্মীকে মারধরও করা হয় বাঁশ ও লোহার রড দিয়ে।

পুরাতন মালদহে জখম বিজেপি কর্মী। মনোজ মুখোপাধ্যায়ের তোলা ছবি।

পুরাতন মালদহে জখম বিজেপি কর্মী। মনোজ মুখোপাধ্যায়ের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৫ ০২:১৪
Share: Save:

আশঙ্কা থাকলেও শান্তিতে মিটেছে পুরাতন মালদহ পুরসভার ভোট পর্ব। তবে শনিবার রাতেই উত্তপ্ত হয়ে ওঠে পুরাতন মালদহের ১ নম্বর ওয়ার্ডের বালিয়া নবাবগঞ্জ এলাকা। রাত ১১ টা নাগাদ ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী ও নির্বাচনী এজেন্ট সহ পাঁচ কর্মীর বাড়িতে তৃণমূলের নেতা কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। দুই বিজেপি কর্মীকে মারধরও করা হয় বাঁশ ও লোহার রড দিয়ে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার ঘন্টা খানেক পরে রাত ১২টা নাগাদ পুলিশ যায় বলে দাবি স্থানীয়দের। পরে পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনায় আহত দুই বিজেপি কর্মীকে উদ্ধার করে মোলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পড়শিরা। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। রবিবার সকাল ১০টা নাগাদ ওই এলাকায় যান বিজেপির জেলা নেতৃত্ব। এরপর তাঁরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, রাতে একটা গোলমাল হয়েছিল। পুলিশ গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পুরাতন মালদহ পুরসভা এলাকায় ভোটের আগে নির্বাচনী কার্যালয় পোড়ানো থেকে শুরু করে পতাকা ফেস্টুন টাঙানো নিয়ে রাজনৈতিক দল গুলির মধ্যে গোলমাল হয়েছিল। তবে ভোটের দিন পুরসভার প্রায় সমস্ত এলাকা শান্তিপূর্ণ ছিল। ভোট পর্ব নির্বিঘ্নে মিটলেও রাতের দিক থেকে উত্তপ্ত হতে থাকে পুরসভার ১ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে বিজেপির হাওয়া রয়েছে বলে দাবি নেতৃত্বদের। এদিন রাতে হঠাৎ ২০ থেকে ২৫ জনের একটি দল বিজেপি প্রার্থী বিভা দাস চৌরাসিয়ার বাড়িতে হামলা চালায়। তাঁর বাড়ির টিনের ঝাঁপ বাঁশ দিয়ে ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে ওই ওয়ার্ডের ৭৬ নম্বর বুথের বিজেপির এজেন্ট রঞ্জিত সাহার বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ। ইঁট দিয়ে তাঁর বাড়ির দোতলার জানলার কাচ ভেঙে দেওয়া হয়েছে।

প্রার্থী ও বুথ এজেন্ট ছাড়া বিনোদ কুমার সাহা, সাধন সাহা এবং দিলীপ সাহার বাড়িতে হামলা চালায় বলে দাবি। তাঁদের ঘরের টালি ভেঙে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিভাদেবীর প্রতিবেশী তথা বিজেপি কর্মী রঞ্জিত সাহাকে লোহার রড ও বাঁশ দিয়ে ব্যপক পেটানো হয়েছে। সেই সময় তাঁর দাদা সঞ্জিত সাহা বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। এই ঘটনায় বিজেপি কর্মীরা অভিযোগের আঙুল তোলেন তৃণমূলের বিদায়ী কাউন্সিলর মিনতি চক্রবর্তীর ছেলে তথা ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী তাপস চক্রবর্তীর দিকে। শুধু তাই নয়, রঞ্জিত এবং সঞ্জিতবাবুকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে গাড়িতেও ভাঙচুর চালায় তৃণমলের নেতা কর্মীরা বলে অভিযোগ। রঞ্জিতবাবুর আঘাত গুরুতর। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বিজেপি প্রার্থী বিভাদেবী বলেন, ‘‘এই ওয়ার্ডে বিজেপির প্রভাব ভালো। তৃণমূল ভোটের সময় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছিল। তবে পারেনি। তারা বুঝে গিয়েছে মানুষ তাদের পাশে নেই। তাই এদিন ক্ষোভে আমাদের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে।বাড়ি ভাঙচুর করেছে। আর এর নেতৃত্ব দিয়েছে তৃণমূলের নেতা সুভাস চক্রবতী।’’ তিনি জানান, জেলা নেতাদের পুরো ঘটনা জানিয়েছেন। থানাতেও জানানো হলেও পুলিশ সময় মতো আসেনি। যদিও সুভাষবাবু এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিজেপি কর্মীরা এলাকায় সন্ত্রাস চালাচ্ছিল। মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। এখন তৃণমূলের নামে অভিযোগ করছে। এদিন সকালে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন বিজেপির জেলা সভাপতি শিবেন্দুশেখর রায়। তিনি বলেন, ‘‘তৃণমূল তাদের হার নিশ্চিত জেনে এদিন হামলা করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।’’ এই বিষয়ে তৃণমূলের টাউন সভাপতি বিভুতিভূষণ ঘোষ বলেন, ‘‘ঘটনাটি শুনেছি। তবে কী নিয়ে গণ্ডগোল, তা আমার জানা নেই। তবে তৃণমূল এই পুরসভায় ভাল ফল করবে।’’

এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE