Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠ জালালপুরে

চলন্ত বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ উঠল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিয়াচক থানার জালালপুর এলাকায়। ঘটনায় রতন হালদার নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইংরেজবাজার শহরে ২ নম্বর সরকারি কলোনি এলাকার বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা
মালদহ শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০১:৫১
Share: Save:

চলন্ত বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ উঠল। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহ জেলার কালিয়াচক থানার জালালপুর এলাকায়। ঘটনায় রতন হালদার নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ইংরেজবাজার শহরে ২ নম্বর সরকারি কলোনি এলাকার বাসিন্দা।

ব্যবসায়ীদের উপর একের পর এক হামলার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, জেলা জুড়ে ব্যবসায়ীরা আক্রান্ত হলেও নির্বিকার পুলিশ। এই বিষয়ে জেলার পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এক ব্যবসায়ী ও তাঁর সঙ্গীকে মারধর করে লুঠপাটের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ইংরেজবাজার শহরের বাসিন্দা, ধুপ কাঠি ব্যবসায়ী উজ্জ্বল ভদ্র তাঁর গাড়ির চালক রতন হালদারকে নিয়ে একটি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। কালিয়াচকের বিভিন্ন এলাকা থেকে টাকা আদায় শেষ করে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন উজ্জ্বলবাবু। মোটরবাইকটি তিনিই চালাচ্ছিলেন। কালিয়াচকের জালালপুর স্ট্যান্ড পার হতেই ৩৪ নম্বর জাতীয় সড়কে দুই দুষ্কৃতী মোটরবাইক নিয়ে তাঁদের পিছু ধাওয়া করে। টাকার ব্যগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উজ্জ্বলবাবু মোটরবাইক নিয়ে ছিটকে পড়েন। এরপরে আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে ও মারধর করে তাঁদের কাছে থাকা ১ লক্ষ ৪০ হাজার টাকা লুঠ করে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ।

চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। উজ্জ্বলবাবুর আঘাত গুরুতর না হওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন। তবে তাঁর চালক রতনবাবুর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনার তদন্তে যান অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদি। আহতের সঙ্গে কথা বলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের কার্নি মোড়ে ধুপকাঠির পাইকারি ব্যবসা রয়েছে উজ্জ্বলবাবুর। ব্যবসার কাজে গাড়ি নিয়ে যাতায়াত করলেও তবে এদিন মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন তিনি। উজ্জ্বলবাবু বলেন, ‘‘কালিয়াচকের বিভিন্ন বাজারে বকেয়া টাকা আদায় করে ফিরছিলাম। মোটরবাইকে আসা দুই যুবক টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারপরে আমাকে এবং চালককে মারধর করে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা লুঠ করে পালিয়ে যায়। আমরা খুবই আতঙ্কে রয়েছে। কারণ ওই সমস্ত জায়গায় আমাদের নিয়মিত ব্যবসার জন্য যেতে হয়।’’ মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উজ্জ্বল সাহা বলেন, ‘‘মাঝে মধ্যেই ব্যবসায়ীদের মারধর করে লুঠপাট হচ্ছে। পুলিশ দ্রুত কোনও পদক্ষেপ না নিলে জেলা জুড়ে আন্দোলন হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE